ঢাবি প্রতিনিধি
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত শনিবার রাতে তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার রাতে আশিকুরের বন্ধু হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত পৌনে ৯টার দিকে হাফিজুর বলেন, ‘আমরা এই মুহূর্তে আশিকুরকে নিয়ে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছি। একটু আগে আশিকুরের বাবা ডিবি কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। ওনার সঙ্গে আমরা বন্ধুরা এসেছি এবং আমাদের বিভাগের চেয়ারম্যান স্যারও এসেছেন।’
আশিকুরের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আশিকুরের খোঁজ পাওয়া গেছে। আমরা এখন ডিবি কার্যালয়ে আছি। আমরা আশিককে নিয়ে বের হচ্ছি।’
এর আগে গতকাল রাতে আজিমপুরের বাসা থেকে আশিকুরকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আশিকুর রহমান ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আশিকুরকে যে বাসা থেকে তুলে নেওয়া হয় সেটি একটি পারিবারিক বাসা। সে বাসায় পরিবার নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মহসিন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মহসিন আজ সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আর আশিকুর একই বাসাতে থাকি। রাতে আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরীরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়।’
‘হিজবুত তাহরীরের সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নেই। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে।’ জানান মহসিন।
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গত শনিবার রাতে তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার রাতে আশিকুরের বন্ধু হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত পৌনে ৯টার দিকে হাফিজুর বলেন, ‘আমরা এই মুহূর্তে আশিকুরকে নিয়ে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছি। একটু আগে আশিকুরের বাবা ডিবি কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। ওনার সঙ্গে আমরা বন্ধুরা এসেছি এবং আমাদের বিভাগের চেয়ারম্যান স্যারও এসেছেন।’
আশিকুরের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আশিকুরের খোঁজ পাওয়া গেছে। আমরা এখন ডিবি কার্যালয়ে আছি। আমরা আশিককে নিয়ে বের হচ্ছি।’
এর আগে গতকাল রাতে আজিমপুরের বাসা থেকে আশিকুরকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আশিকুর রহমান ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আশিকুরকে যে বাসা থেকে তুলে নেওয়া হয় সেটি একটি পারিবারিক বাসা। সে বাসায় পরিবার নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মহসিন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মহসিন আজ সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আর আশিকুর একই বাসাতে থাকি। রাতে আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরীরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়।’
‘হিজবুত তাহরীরের সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নেই। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে।’ জানান মহসিন।
ঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
২ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৫ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১২ মিনিট আগে