Ajker Patrika

সাভারে বৃদ্ধা ভিক্ষুকের গলায় রশি প্যাঁচানো লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের পেছন থেকে আজ শুক্রবার সকালে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। পুলিশ জানায়, নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, নিহত ওই বৃদ্ধা ভিক্ষা করতেন। তবে তাঁর বাড়ি কোথায় বা তিনি কোথায় থাকতেন, তা তাঁরা জানেন না।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। উপস্থিত কেউ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। পিবিআই তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এসআই আরও বলেন, বৃদ্ধার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে গলায় রশি প্যাঁচানো দেখে মনে করা যেতে পারে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপরও মৃত্যুর নিশ্চিত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত