নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শাহজালাল মজুমদার তাঁর ওপর হামলা ও ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শাহজালাল দাবি করেন, বারবার হামলার শিকার হয়েও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যুবলীগের নেতা মোস্তফা নুরুজ্জামান জুয়েলের নেতৃত্বে তাঁকে হত্যার উদ্দেশে হামলা ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ পাঁচ মাস ধরে তালা ঝুলছে ইউনিয়ন পরিষদে।
শাহজালাল মজুমদার বলেন, ‘আমি জানতে চাই কার নির্দেশে ইউনিয়ন পরিষদে তালা ঝুলছে। আমি একজন হামলার শিকার হওয়ার পরও আমাকে ১ নম্বর আসামি করে আরও ৫ জন কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’ হামলার বিষয়টি বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শাহজালাল মজুমদার অভিযোগ করে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের আগে তাঁর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সংসদ সদস্যের (এমপি) ভাতিজা তোফায়েলসহ পরিবারের সদস্যদের পছন্দের সদস্যপ্রার্থী মনির হোসেনকে নির্বাচনে সহযোগিতা করার নির্দেশ দেন এমপি। প্রশাসন ও গণমাধ্যমের উপস্থিতির কারণে এই কাজ সম্পন্ন না হওয়ায় চেয়ারম্যান পদ থেকে তাঁকে পদত্যাগ করার জন্য বারবার হুমকি দেওয়া হয়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের মাঠে ৩ নম্বর ওয়ার্ডের সভায় অংশগ্রহণের পর জুয়েল তাঁর ওপর হামলার হুমকি দেন। পরদিন জুয়েলের নির্দেশেই ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী আলমগীর হোসেনকে ইউনিয়ন পরিষদের কাছে পদুয়া বাজারে জনসমক্ষে মারধর করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
শাহজালাল মজুমদার বলেন, ‘গত ১৮ মে চৌমুহনী বাজারে আনোয়ার নামে এক সন্ত্রাসী আমার ওপরে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে আমি ইউনিয়ন পরিষদে প্রবেশ না করতে পেরে আমার বাড়িতে ও বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও সেবামূলক কাজ করে আসছিলাম। সর্বশেষ ১৪ জুলাই বেলা ৩টায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার সময় মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। চিৎকারের কারণে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর রাতে জুয়েলকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে নেওয়া হয়। পরে আদালত তাঁকে জামিন না দিয়ে জেলে প্রেরণ করেন।’
কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শাহজালাল মজুমদার তাঁর ওপর হামলা ও ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শাহজালাল দাবি করেন, বারবার হামলার শিকার হয়েও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যুবলীগের নেতা মোস্তফা নুরুজ্জামান জুয়েলের নেতৃত্বে তাঁকে হত্যার উদ্দেশে হামলা ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ পাঁচ মাস ধরে তালা ঝুলছে ইউনিয়ন পরিষদে।
শাহজালাল মজুমদার বলেন, ‘আমি জানতে চাই কার নির্দেশে ইউনিয়ন পরিষদে তালা ঝুলছে। আমি একজন হামলার শিকার হওয়ার পরও আমাকে ১ নম্বর আসামি করে আরও ৫ জন কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’ হামলার বিষয়টি বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শাহজালাল মজুমদার অভিযোগ করে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের আগে তাঁর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সংসদ সদস্যের (এমপি) ভাতিজা তোফায়েলসহ পরিবারের সদস্যদের পছন্দের সদস্যপ্রার্থী মনির হোসেনকে নির্বাচনে সহযোগিতা করার নির্দেশ দেন এমপি। প্রশাসন ও গণমাধ্যমের উপস্থিতির কারণে এই কাজ সম্পন্ন না হওয়ায় চেয়ারম্যান পদ থেকে তাঁকে পদত্যাগ করার জন্য বারবার হুমকি দেওয়া হয়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের মাঠে ৩ নম্বর ওয়ার্ডের সভায় অংশগ্রহণের পর জুয়েল তাঁর ওপর হামলার হুমকি দেন। পরদিন জুয়েলের নির্দেশেই ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী আলমগীর হোসেনকে ইউনিয়ন পরিষদের কাছে পদুয়া বাজারে জনসমক্ষে মারধর করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
শাহজালাল মজুমদার বলেন, ‘গত ১৮ মে চৌমুহনী বাজারে আনোয়ার নামে এক সন্ত্রাসী আমার ওপরে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে আমি ইউনিয়ন পরিষদে প্রবেশ না করতে পেরে আমার বাড়িতে ও বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও সেবামূলক কাজ করে আসছিলাম। সর্বশেষ ১৪ জুলাই বেলা ৩টায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার সময় মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। চিৎকারের কারণে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর রাতে জুয়েলকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে নেওয়া হয়। পরে আদালত তাঁকে জামিন না দিয়ে জেলে প্রেরণ করেন।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৪ মিনিট আগে