Ajker Patrika

ন্যূনতম ২৫ হাজার টাকা বেতনের দাবি গার্মেন্টস শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৪: ২৫
ন্যূনতম ২৫ হাজার টাকা বেতনের দাবি গার্মেন্টস শ্রমিকদের

নিত্যপণ্যের দাম বাড়লেও পোশাকশ্রমিকদের বেতন বাড়েনি। অবিলম্বে এই খাতের শ্রমিকদের বেতন অন্তত ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান সংগঠনটির নেতারা।

সংগঠনের সভাপ্রধান তাসলিমা আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি শ্রমিকদের কষ্টের দিকে তাকান। তারা এই স্বল্প বেতনে কীভাবে কষ্টে দিন কাটাচ্ছে। তার ওপর কিছুদিন পর পর শ্রমিকদের বেতন বন্ধ করে দেওয়া হয়। নিত্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু শ্রমিকদের বেতন বাড়েনি।’

সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাস নাইম বাবু বলেন, ‘শ্রমিকদের শ্রমে দেশের পোশাকশিল্পের উন্নতি হচ্ছে, অথচ শ্রমিকেরা সবচেয়ে বেশি শোষিত ও নির্যাতিত। তাদের প্রতি এই নির্যাতন বন্ধ করা হোক। অবিলম্বে গার্মেন্টস কর্মীদের বেতন ২৫ হাজার টাকা করুন। বর্তমান বাজারমূল্যে এই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি।’

বিক্ষোভ সমাবেশে একই দাবিতে সংহতি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। 

আরও বক্তব্য রাখেন বাবলু হোসেন, জিয়াদুল ইসলাম, শামীম হোসেন, গোলাম মোস্তফা, প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত