Ajker Patrika

সাহসিকতা ও সেবায় র‍্যাবের ৮৫ জন সদস্যকে সম্মাননা 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সাহসিকতা ও সেবায় র‍্যাবের ৮৫ জন সদস্যকে সম্মাননা 

সাহসিকতা ও সেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ র‍্যাবের ৮৫ জন সদস্যকে র‍্যাব মহাপরিচালক পদক সম্মাননা দেওয়া হয়েছে। এলিট ফোর্স র‍্যাবের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে আজ সোমবার দুপুরে আয়োজিত র‍্যাব মহাপরিচালকের দরবারে এ সম্মাননা দেওয়া হয়। 

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সাহসিকতায় ৩৫ জন ও সেবায় ৫০ জন র‍্যাব সদস্যরা সম্মাননা পান। কুর্মিটোলার র‍্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে অভিযান কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাঁদের পদক পরিয়ে দেন র‍্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে তিনি শহীদ র‍্যাব সদস্যদের স্মৃতি স্মরণে শহীদ র‍্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র‍্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

র‍্যাব সদর দপ্তরে র‍্যাব সদস্যদের সম্মাননা প্রদানউল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে র‍্যাবের ডগ স্কোয়াডের ‘চিতা’ নামের একটি কুকুর। বীরত্বপূর্ণ এ কাজের জন্য এই প্রথম র‍্যাব মহাপরিচালক পদক পেয়েছে স্কোয়াডের সেই চিতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত