Ajker Patrika

শ্রীপুরে ছাত্রলীগকর্মীকে গুলির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

শ্রীপুরে ছাত্রলীগকর্মীকে গুলির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মী শিহাবকে (২২) গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শিহাবের বাবা বাদী হয়ে আজ সোমবার শ্রীপুর থানায় মামলা করেছেন। গুলিবিদ্ধ শিহাব শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কর্মী। 

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন—কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের আকবর আলীর ছেলে মো. রুবেল (২০), সিরাজুল ইসলাম সিরুর ছেলে মো. আলামিন (২২), উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুল রশিদের ছেলে ছাদাব (২১), টেপিরবাড়ী গ্রামের মুনসুর আলীর ছেলে ইমরান (২০), সুরুজ মিয়ার ছেলে সাব্বির (২০), কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বাজিদ আলীর ছেলে মো. মোবারক (২০) ও হানিফের ছেলে রুবেল (২০)। 

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শিহাব বাড়ি থেকে বের হয়ে শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় আগে থেকে ওৎপেতে থাকা অভিযুক্তরা শিহাবের গতিরোধ করে তাঁকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি গুলি করে। শিহাব বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা ৪টি মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

গুলিবিদ্ধ শিহাবকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়। পরে তাঁকে ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিহাব জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার অভিযুক্তরা পলাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত