ফরিদপুর প্রতিনিধি
এক সপ্তাহ আগে মারা যান খোকা ব্যাপারী। ১৩ বছরের শিশু হুসাইন ব্যাপারী ধরে সংসারের হাল। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। সেই রিকশাই যেন কাল হলো তার। আজ শুক্রবার সকালে বাগানে মিলল লাশ।
সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর কালীমন্দিরের পাশে মেহগনি গাছের বাগান থেকে শিশু হুসাইনের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়েছে।
শহরের টেপাখোলা ব্যাপারীপাড়া এলাকার মৃত খোকা ব্যাপারীর তিন সন্তানের মধ্যে হুসাইন ব্যাপারী সবার ছোট।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিশুটির স্বজনেরা। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এক সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যুতে আহাজারি যেন থামছেই না তাঁদের।
স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে না ফেরায় সারা রাত খুঁজতে থাকেন তাঁরা। আজ সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসেন। পরে লাশটি হুসাইনের বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
নিহতের ফুপাতো ভাই গোলাপ ব্যাপারী বলেন, ‘সর্বশেষ গতকাল বেলা ৩টায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এবং প্রতিদিন রাত ৮টার দিকে বাড়িতে ফেরে সে। রাতে বাড়িতে না ফেরায় আমরা সব জায়গায় খুঁজতে থাকি। আজ সকালে জানতে পারি এই এলাকায় লাশ পড়ে আছে। এসে দেখি হুসাইনের লাশ। ওর রিকশাটিও নেই।’
হত্যার বিচারের দাবি জানিয়ে স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে ওর বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে রিকশা চালিয়েই আয় করত। এখন ওর মাকে কে দেখবে? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা বলেন, ‘স্থানীয়দের মারফত খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় রশি প্যাঁচানো রয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’
এক সপ্তাহ আগে মারা যান খোকা ব্যাপারী। ১৩ বছরের শিশু হুসাইন ব্যাপারী ধরে সংসারের হাল। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। সেই রিকশাই যেন কাল হলো তার। আজ শুক্রবার সকালে বাগানে মিলল লাশ।
সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর কালীমন্দিরের পাশে মেহগনি গাছের বাগান থেকে শিশু হুসাইনের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়েছে।
শহরের টেপাখোলা ব্যাপারীপাড়া এলাকার মৃত খোকা ব্যাপারীর তিন সন্তানের মধ্যে হুসাইন ব্যাপারী সবার ছোট।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিশুটির স্বজনেরা। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এক সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যুতে আহাজারি যেন থামছেই না তাঁদের।
স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে না ফেরায় সারা রাত খুঁজতে থাকেন তাঁরা। আজ সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসেন। পরে লাশটি হুসাইনের বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
নিহতের ফুপাতো ভাই গোলাপ ব্যাপারী বলেন, ‘সর্বশেষ গতকাল বেলা ৩টায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এবং প্রতিদিন রাত ৮টার দিকে বাড়িতে ফেরে সে। রাতে বাড়িতে না ফেরায় আমরা সব জায়গায় খুঁজতে থাকি। আজ সকালে জানতে পারি এই এলাকায় লাশ পড়ে আছে। এসে দেখি হুসাইনের লাশ। ওর রিকশাটিও নেই।’
হত্যার বিচারের দাবি জানিয়ে স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে ওর বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে রিকশা চালিয়েই আয় করত। এখন ওর মাকে কে দেখবে? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা বলেন, ‘স্থানীয়দের মারফত খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় রশি প্যাঁচানো রয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’
খুলনা নগরীতে চাঁদা না পেয়ে এক প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আড়ংঘাটা থানার তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। আহত দিলীপ কুমার সরকার (৫৫) তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক।
৬ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে জাম্বুরা গাছে ঝুলন্ত অবস্থায় ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ মিনিট আগেরাতভর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থানের পর ফের অবরোধ কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসে করে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়।
১৬ মিনিট আগেযশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
৪৪ মিনিট আগে