Ajker Patrika

রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৮: ১২
রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

রমজান মাসে অফিস আদালতে কাজের সময় নির্ধারণ করেছে মন্ত্রিসভা। এমাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। বেলা ১টা থেকে দেড়টা থাকবে জোহরের নামাজের বিরতি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এবারের রজমান মাসের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই অফিসসূচি নির্ধারণ করা হয়। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সব সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।  

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে। আর সুপ্রিম কোর্ট তার আওতাধীন সব আদালতের সময়সূটি নির্ধারণ করে দেবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল রোজা শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত