জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার ‘জবি সংস্কার আন্দোলন’ নামের প্ল্যাটফরম থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়টিকে কলোনি হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি।’
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত যত উপাচার্য এসেছেন, তাঁরা অতিথি পাখির মতো ছিলেন। অতিথি পাখি নতুন একটি জায়গায় এলে সেখানকার পরিবেশ বুঝতে বুঝতে সময় চলে যায়। আমরা এখন চাই না বাইরের কোনো উপাচার্য আসুক। অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হয়ে এলে এক-দুই বছর লেগে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বুঝতে। তাহলে কাজ করবে কখন? এত দিন কি আমরা ঘোড়ার ঘাস খাব?’
নূর নবী আরও বলেন, ‘আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই কোনো যোগ্য শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হোক। নতুন ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত টাকার হিসাব ছাত্রদের দিতে হবে। শুনেছি সাবেক উপাচার্য মীজানুর রহমান দুর্নীতি করে গেছেন। তাঁর দুর্নীতির হিসাব এখন দিতে হবে। সাধারণ শিক্ষার্থীরা এখন জেগে উঠেছে, এখন আর অনিয়ম চলবে না।’
আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাইরের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে অবরোধ করে দেওয়া হবে।’
১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এর পর থেকে উপাচার্য পদটি শূন্য রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার ‘জবি সংস্কার আন্দোলন’ নামের প্ল্যাটফরম থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়টিকে কলোনি হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি।’
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত যত উপাচার্য এসেছেন, তাঁরা অতিথি পাখির মতো ছিলেন। অতিথি পাখি নতুন একটি জায়গায় এলে সেখানকার পরিবেশ বুঝতে বুঝতে সময় চলে যায়। আমরা এখন চাই না বাইরের কোনো উপাচার্য আসুক। অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হয়ে এলে এক-দুই বছর লেগে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বুঝতে। তাহলে কাজ করবে কখন? এত দিন কি আমরা ঘোড়ার ঘাস খাব?’
নূর নবী আরও বলেন, ‘আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই কোনো যোগ্য শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হোক। নতুন ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত টাকার হিসাব ছাত্রদের দিতে হবে। শুনেছি সাবেক উপাচার্য মীজানুর রহমান দুর্নীতি করে গেছেন। তাঁর দুর্নীতির হিসাব এখন দিতে হবে। সাধারণ শিক্ষার্থীরা এখন জেগে উঠেছে, এখন আর অনিয়ম চলবে না।’
আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাইরের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে অবরোধ করে দেওয়া হবে।’
১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এর পর থেকে উপাচার্য পদটি শূন্য রয়েছে।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে