নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি সরকারি বাড়ি থেকে এক সাবেক অতিরিক্ত সচিবকে উচ্ছেদ করতে গিয়ে ফিরে এসেছেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অধিদপ্তরের কর্মকর্তারা পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার বাড়িটি অবৈধ দখল মুক্ত করতে গেলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওই আমলার অনুরোধে তাঁকে বাড়িটিতে আপাতত থাকার জন্য অনুমতি দিয়েছেন। তাই উচ্ছেদ না করেই অধিদপ্তরের কর্মকর্তারা ফিরে আসেন।
গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অভিযোগ, বরাদ্দ বাতিল হওয়ার পরও অবৈধভাবে প্রায় ছয় বছর ধরে ওই বাড়িতে পরিবার নিয়ে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব ড. আশরাফুল ইসলাম।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গণপূর্ত অধিদপ্তরের সিনিয়র সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানের নেতৃত্বে একটি দল এলিফ্যান্ট রোডের ৩৩১ নম্বর বাড়িটিতে অবৈধ উচ্ছেদ অভিযানে যান। এ সময় তাদের সঙ্গে একটি পুলিশের দলও ছিল। তবে তাদের উচ্ছেদ না করেই দুপুরে চলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরজমিনে দেখা গেছে, রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের মোড় ধরে ইস্টার্ন মল্লিকার দিকে এগোলেই বামপাশের একটি গলির ভেতরে ৩৩১ নম্বরের দোতলা বাড়িটি। পুরনো এই বাড়ির প্রধান ফটকে ছোট্ট একটি সাইনবোর্ড ঝুলছে। তাতে লেখা রয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা ড. মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব (অব.), ৩৩১, এলিফ্যান্ডরোড, ঢাকা।’
বাড়িটির সামনে অবস্থান নিয়েছে পুলিশ। ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, ভবনের ভেতরে নারীদের সঙ্গে কথা বলছিলেন গণপূর্তের কর্মকর্তারা। তাদের বাসা থেকে বের হতে বললে, ওই নারীরা গণপূর্তের কর্মকর্তাদের বলেন, বাসায় পুরুষরা কেউ নেই, তাঁরা আসলে তাদের সঙ্গে কথা বলতে বলেন। এর মধ্যে আশরাফুল ইসলাম বাসা থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানের সঙ্গে কথা বলেন।
এ সময় আশরাফুল ইসলাম উচ্ছেদের কারণ জানতে চান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বুঝিয়ে বলার পরও তিনি বাসা না ছাড়ার জন্য অনড় থাকেন। এরপর আশরাফুল ইসলাম তাঁর এক ছেলেকে নিয়ে সচিবালয় যান। এদিকে কয়েকজন শ্রমিক বাড়ি থেকে আসবাবপত্র বের করে বাড়ির সামনের খালি জায়গায় রাখেন, এ সময় বাড়িটিতে আশরাফুল ইসলামের স্ত্রী ও গৃহপরিচারিকা ছিলেন।
প্রায় ঘণ্টাখানেক পর আশরাফুল ইসলাম বাসায় ফিরে আসেন। তিনি এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানকে একটি কাগজ দেখান। এরপর উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। গণপূর্তের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা চলে যান।
পরবর্তীতে আশরাফুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদে আসার পর তিনি দ্রুত সচিবালয়ে যান। সেখানে গিয়ে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে দেখা করেন। মন্ত্রীর কাছে তিনি বাড়িটি ছাড়ার জন্য এক বছর সময় চেয়ে আবেদন করেন। মন্ত্রী তাকে আগামী ইদুল ফিতর পর্যন্ত সময় বেধে দিয়ে আশরাফুল ইসলামের আবেদনে সিল ও স্বাক্ষর করে দিয়েছেন। সেই আবেদনটি আশরাফুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখান।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে কোনো নোটিশ দেওয়া ছাড়াই তাঁরা উচ্ছেদ করতে আসছিল। আমি মন্ত্রীর কাছে বিষয়টি বলেছি, তিনি আমাকে আগামী ঈদ পর্যন্ত সময় দিয়েছেন।’
আশরাফুল ইসলাম অবসর গ্রহণের আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক ছিলেন। তিনি একসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রিপরিষদ সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বাসা বরাদ্দ দেওয়ার দায়িত্ব পালন করেছেন। তখন তিনি নিজের নামেও ওই বাড়িটি বরাদ্দ নেন। তিনি ২০১৭ সালের ৮ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান। তবে তাকে ফের দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এরপর তিনি অবসরে যান। নিয়ম অনুযায়ী অবসরের পর তার সরকারি বাসভবনে থাকার সুযোগ নেই। তবে তারপরও তিনি থাকছেন।
এ বিষয়ে আশরাফুল ইসলাম বলেন, ‘আমি তো সরকারি কর্মকর্তা হিসেবে বাড়িতে থাকছি না, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, তাই এই বাড়িটিতে থাকছি, বাড়িটি আমাকে বরাদ্দ দেওয়ার জন্য সররকারের সর্বোচ্চ মহলে আবেদন করেছি। আশা করছি, বরাদ্দ পাব। কারণ ঢাকাতে আমার কোনো থাকার জায়গা নেই। মুক্তিযোদ্ধা হিসেবে এই বাড়িটি আমি পেতেই পারি।’
এদিকে, উচ্ছেদ না করে ফিরে আসার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান বলেন, ‘আশরাফুল ইসলামকে মানবিক কারণে ঈদুল ফিতর পর্যন্ত মন্ত্রী সময় দিয়েছেন। ঈদের এক সপ্তাহ পর তিনি স্বেচ্ছায় বাড়িটি ছেড়ে দেবেন, তা না হলে, আমরা তাঁকে উচ্ছেদ করব।’
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি সরকারি বাড়ি থেকে এক সাবেক অতিরিক্ত সচিবকে উচ্ছেদ করতে গিয়ে ফিরে এসেছেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অধিদপ্তরের কর্মকর্তারা পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার বাড়িটি অবৈধ দখল মুক্ত করতে গেলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওই আমলার অনুরোধে তাঁকে বাড়িটিতে আপাতত থাকার জন্য অনুমতি দিয়েছেন। তাই উচ্ছেদ না করেই অধিদপ্তরের কর্মকর্তারা ফিরে আসেন।
গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অভিযোগ, বরাদ্দ বাতিল হওয়ার পরও অবৈধভাবে প্রায় ছয় বছর ধরে ওই বাড়িতে পরিবার নিয়ে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব ড. আশরাফুল ইসলাম।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গণপূর্ত অধিদপ্তরের সিনিয়র সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানের নেতৃত্বে একটি দল এলিফ্যান্ট রোডের ৩৩১ নম্বর বাড়িটিতে অবৈধ উচ্ছেদ অভিযানে যান। এ সময় তাদের সঙ্গে একটি পুলিশের দলও ছিল। তবে তাদের উচ্ছেদ না করেই দুপুরে চলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরজমিনে দেখা গেছে, রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের মোড় ধরে ইস্টার্ন মল্লিকার দিকে এগোলেই বামপাশের একটি গলির ভেতরে ৩৩১ নম্বরের দোতলা বাড়িটি। পুরনো এই বাড়ির প্রধান ফটকে ছোট্ট একটি সাইনবোর্ড ঝুলছে। তাতে লেখা রয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা ড. মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব (অব.), ৩৩১, এলিফ্যান্ডরোড, ঢাকা।’
বাড়িটির সামনে অবস্থান নিয়েছে পুলিশ। ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, ভবনের ভেতরে নারীদের সঙ্গে কথা বলছিলেন গণপূর্তের কর্মকর্তারা। তাদের বাসা থেকে বের হতে বললে, ওই নারীরা গণপূর্তের কর্মকর্তাদের বলেন, বাসায় পুরুষরা কেউ নেই, তাঁরা আসলে তাদের সঙ্গে কথা বলতে বলেন। এর মধ্যে আশরাফুল ইসলাম বাসা থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানের সঙ্গে কথা বলেন।
এ সময় আশরাফুল ইসলাম উচ্ছেদের কারণ জানতে চান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বুঝিয়ে বলার পরও তিনি বাসা না ছাড়ার জন্য অনড় থাকেন। এরপর আশরাফুল ইসলাম তাঁর এক ছেলেকে নিয়ে সচিবালয় যান। এদিকে কয়েকজন শ্রমিক বাড়ি থেকে আসবাবপত্র বের করে বাড়ির সামনের খালি জায়গায় রাখেন, এ সময় বাড়িটিতে আশরাফুল ইসলামের স্ত্রী ও গৃহপরিচারিকা ছিলেন।
প্রায় ঘণ্টাখানেক পর আশরাফুল ইসলাম বাসায় ফিরে আসেন। তিনি এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানকে একটি কাগজ দেখান। এরপর উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। গণপূর্তের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা চলে যান।
পরবর্তীতে আশরাফুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদে আসার পর তিনি দ্রুত সচিবালয়ে যান। সেখানে গিয়ে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে দেখা করেন। মন্ত্রীর কাছে তিনি বাড়িটি ছাড়ার জন্য এক বছর সময় চেয়ে আবেদন করেন। মন্ত্রী তাকে আগামী ইদুল ফিতর পর্যন্ত সময় বেধে দিয়ে আশরাফুল ইসলামের আবেদনে সিল ও স্বাক্ষর করে দিয়েছেন। সেই আবেদনটি আশরাফুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখান।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে কোনো নোটিশ দেওয়া ছাড়াই তাঁরা উচ্ছেদ করতে আসছিল। আমি মন্ত্রীর কাছে বিষয়টি বলেছি, তিনি আমাকে আগামী ঈদ পর্যন্ত সময় দিয়েছেন।’
আশরাফুল ইসলাম অবসর গ্রহণের আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক ছিলেন। তিনি একসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রিপরিষদ সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বাসা বরাদ্দ দেওয়ার দায়িত্ব পালন করেছেন। তখন তিনি নিজের নামেও ওই বাড়িটি বরাদ্দ নেন। তিনি ২০১৭ সালের ৮ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান। তবে তাকে ফের দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এরপর তিনি অবসরে যান। নিয়ম অনুযায়ী অবসরের পর তার সরকারি বাসভবনে থাকার সুযোগ নেই। তবে তারপরও তিনি থাকছেন।
এ বিষয়ে আশরাফুল ইসলাম বলেন, ‘আমি তো সরকারি কর্মকর্তা হিসেবে বাড়িতে থাকছি না, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, তাই এই বাড়িটিতে থাকছি, বাড়িটি আমাকে বরাদ্দ দেওয়ার জন্য সররকারের সর্বোচ্চ মহলে আবেদন করেছি। আশা করছি, বরাদ্দ পাব। কারণ ঢাকাতে আমার কোনো থাকার জায়গা নেই। মুক্তিযোদ্ধা হিসেবে এই বাড়িটি আমি পেতেই পারি।’
এদিকে, উচ্ছেদ না করে ফিরে আসার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান বলেন, ‘আশরাফুল ইসলামকে মানবিক কারণে ঈদুল ফিতর পর্যন্ত মন্ত্রী সময় দিয়েছেন। ঈদের এক সপ্তাহ পর তিনি স্বেচ্ছায় বাড়িটি ছেড়ে দেবেন, তা না হলে, আমরা তাঁকে উচ্ছেদ করব।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৪ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১২ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৩ মিনিট আগে