Ajker Patrika

জনপ্রশাসনের মতবিনিময়ে ছাত্র প্রতিনিধির বক্তব্যে হট্টগোল

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
জনপ্রশাসনের মতবিনিময়ে ছাত্র প্রতিনিধির বক্তব্যে হট্টগোল

সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতবিনিময় অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসানের বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বক্তব্য দেন।

সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহেদী হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি একটি বিষয়ে খুব আশাহত হয়েছি। আপনারা (সাংবাদিক) অনেক কষ্ট করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। জনপ্রশাসন সম্পর্কে আপনাদের কিছু বিষয় একটু চিন্তাভাবনা করে পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গায় একটু ঘাটতি দেখা গেছে।’

সাংবাদিকেরা এ সময় জানতে চান, তাঁর কাছে কী ঘাটতি মনে হয়েছে? এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও তর্কে হট্টগোলের সৃষ্টি হয়।

দীর্ঘ সময় ধরে এই বাদানুবাদ চলে। একপর্যায়ে সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘যিনি ওই কথা বলেছেন, তিনি এখনো ছাত্র। তাঁর সার্বিক পরিস্থিতি জানা সম্ভব নয়।’ এরপর পরিস্থিতি শান্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত