নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা করেছে পুলিশ। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। মামলাটি থানা-পুলিশ তদন্ত করছে। ভবন ও দোকানমালিককে এর আগে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও তাঁদের এই মামলায় আসামি করা হয়নি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তে যাঁর যাঁর অবহেলা পাওয়া যাবে, তাঁকেই আসামি করা হবে। তাঁদের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে।’
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবনটি স্থিতিশীল করতে কাজ করছে রাজউক। লোহার খুঁটি বা পাইপ দিয়ে ভবনটি স্থিতিশীল করতে তাঁরা কাজ করছেন। বিস্ফোরণের উৎসস্থল খুঁজতে ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ভবনটির সবশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রঙ্গন মণ্ডল বলেন, ‘আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিংয়ের পর আমরা সার্ভে করব, ভবনটি রেট্রোফিটিং করা যায় কি না। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে। তখন যদি মনে হয়, ভবনটি রাখা যাবে না, তাহলে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিস্ফোরণের পর থেকে বন্ধ রয়েছে ভবনের সামনের সড়ক। অন্য পাশের সড়ক দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। এতে যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।
সড়ক খুলে দেওয়ার বিষয়ে রাজউকের কারিগরি কমিটির আহ্বায়ক ও সংস্থাটির উন্নয়ন শাখার সদস্য মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘এখন ভবনটি স্টেবল করার জন্য কাজ শুরু করেছি। শুক্র-শনিবার সড়কে এত ভিড় থাকে না। সুতরাং আশা করছি, এই কাজ শেষে আগামী রোববারের মধ্যে সড়ক চলাচলের জন্য ছেড়ে দিতে পারব।’
রাজধানীর সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা করেছে পুলিশ। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। মামলাটি থানা-পুলিশ তদন্ত করছে। ভবন ও দোকানমালিককে এর আগে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও তাঁদের এই মামলায় আসামি করা হয়নি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তে যাঁর যাঁর অবহেলা পাওয়া যাবে, তাঁকেই আসামি করা হবে। তাঁদের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে।’
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবনটি স্থিতিশীল করতে কাজ করছে রাজউক। লোহার খুঁটি বা পাইপ দিয়ে ভবনটি স্থিতিশীল করতে তাঁরা কাজ করছেন। বিস্ফোরণের উৎসস্থল খুঁজতে ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ভবনটির সবশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রঙ্গন মণ্ডল বলেন, ‘আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিংয়ের পর আমরা সার্ভে করব, ভবনটি রেট্রোফিটিং করা যায় কি না। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে। তখন যদি মনে হয়, ভবনটি রাখা যাবে না, তাহলে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিস্ফোরণের পর থেকে বন্ধ রয়েছে ভবনের সামনের সড়ক। অন্য পাশের সড়ক দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। এতে যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।
সড়ক খুলে দেওয়ার বিষয়ে রাজউকের কারিগরি কমিটির আহ্বায়ক ও সংস্থাটির উন্নয়ন শাখার সদস্য মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘এখন ভবনটি স্টেবল করার জন্য কাজ শুরু করেছি। শুক্র-শনিবার সড়কে এত ভিড় থাকে না। সুতরাং আশা করছি, এই কাজ শেষে আগামী রোববারের মধ্যে সড়ক চলাচলের জন্য ছেড়ে দিতে পারব।’
লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
১৮ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
২ ঘণ্টা আগে