Ajker Patrika

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১২

কিশোরগঞ্জ প্রতিনিধি
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১২

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আজ বুধবার (১৯ জুন) বিকেলে সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের কর্তা বাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। 

নিহত নাদিম কর্তা উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের কর্তা বাড়ির কফিল উদ্দিনের ছেলে। আহত ইউপি সদস্যর নাম নাদিম মিয়া বলে জানা গেছে। 

জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে রবিবার (১৬ জুন) মৌটুপি গ্রামের কর্তা বাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্য সংঘর্ষ হয়। এতে কর্তা বাড়ির নাদিম কর্তা নামে একজন সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত নাদিম কর্তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাঁর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাদিমের মৃত্যু হয়। 

সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত তাঁর মৃত্যুর খবরে আজ বুধবার (১৯ জুন) ফের বিকেলের দিকে আবারও দুই বংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় লাদেনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ছাড়া ঝগড়ার সময় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। 

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘নাদিমের মৃত্যুর খবর কেউই আমাকে এখনো অবগত করেনি। তবে আজ বুধবার বিকেলে সংঘর্ষের খবর শোনার পর ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত