রাজিব মল্লিক, গোসাইরহাট (শরীয়তপুর)
পিতার ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি হারিয়ে ১৭ বছর ধরে মানুষের বাড়িতে থাকেন ৭০ বছর বয়সী শিফারুন্নেছা বেগম। পিতা-মাতা-স্বামী-সন্তান হারিয়ে ভবঘুরের মত জীবন চলছে তার। জাতীয় পরিচয়পত্র না থাকায় পাচ্ছেন না সরকারি কোনো সুযোগ-সুবিধা। মানুষের দ্বারে ঘুরে জোটে দুবেলা আহার।
শিফারুন্নেছার স্বামীর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ভদ্রচাপ গ্রামে। তিনি মৃত কালু ব্যাপারীর স্ত্রী এবং একই ইউনিয়নের মলংচরা গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের মেয়ে।
বৃদ্ধা শিফারুন্নেছা বেগম নিজের দুঃখের কথা এই প্রতিবেদকের নিকট বলতে গিয়ে উচ্চ স্বরে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘ভাইগো, ‘আমার বাপের ৩ কানি সম্পত্তি আছিল, স্বামী-সন্তান লইয়া আমি বাপের বাড়ি থাকতাম। আমার স্বামী মইরা যাওনের পর একদিন আমার মুহের ভেতর কাপড় ঢুকাইয়া জোর কইরা আমার টিপসই নিয়া সব সম্পত্তি লইয়া গেছে। আর হেইয়ার পর আমার পোলাডারেও রাইতে ডর দেহাইছে, কয়েক দিন ভুইগ্গা পোলাডাও মইরা গেছে। আডারো বছর পর্যন্ত মামলা চালাইছি কিন্তু হ্যাগো জোরের লগে পারি নাই।
বৃদ্ধা আরও বলেন, আইজ এই বাড়ি, কাইল ঐ বাড়ি, এই কইরা ১৭ বছর ধইরা মাইনষের বাড়ি থাহি। কিন্তু মাইনষের বাড়িতেও থাকতে পারি না। আমারে হেগো জাগা ছাড়ার লাইগ্গা কাইছা দিয়া পিঠাইছে, কপালডা ফুডাইয়া হালাইছে, গায়ের ভেতরে কাইছার হলা বহাইছে। হেইয়ার পর না টিকতাইরা চইলা আইছি।
কোন ভাতার কার্ড পেয়েছেন কিনা জানতে চাইলে অসহায় শিফারুন্নেছা বেগম বলেন, ‘কিচ্ছু দেয় নাই, চেয়ারম্যানের পায় ধরছি, মেম্বরের পায় ধরছি, কিন্তু দেয় নাই। আমার ভোটার কাডও নাই। চেয়ারম্যানের ধারে কইছি, বাবা, আমারে বিধবার ১টা কাড দেন। কিন্তু পরিষদের দুলাল চকিদার চেয়ারম্যানরে দিতে না করে। হেয় কয়, একলা মাইনষের কী লাগে? এক আইচা হ্যান খাইলেই তো এক রাইত জায়গা। হ্যাশে হেরা দেয় না।’
নাগেরপাড়া ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোসা. নাহার বেগম আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধা শিফারুন্নেছা আমাদের পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবের নিকট তার অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সরকারি বিভিন্ন সহায়তা বা ভাতার কার্ড করতে হলে জাতীয় পরিচয়পত্র দরকার। কিন্তু ওনার জাতীয় পরিচয়পত্র না থাকায় করোনাকালীন সময়ে বা ভাতার কার্ডসহ বিভিন্ন সহায়তা তাকে দিতে পারিনি। জাতীয় পরিচয়পত্র করার জন্য তাঁকে উপজেলা বা জেলা নির্বাচন অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইউপি সচিব জাকির হোসেন সারেং তাকে জন্ম নিবন্ধন কার্ড করে দিয়েছেন। এটি দিয়ে তিনি জাতীয় পরিচয়পত্র পেতে পারেন। কিন্তু এরপর তিনি জাতীয় পরিচয়পত্র করতে পেরেছেন কিনা তা জানি না।
এ বিষয়ে জানতে চাইলে নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মহসিন সরদার আজকের পত্রিকাকে বলেন, উনি আমাদের নিকট আসলে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।
পিতার ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি হারিয়ে ১৭ বছর ধরে মানুষের বাড়িতে থাকেন ৭০ বছর বয়সী শিফারুন্নেছা বেগম। পিতা-মাতা-স্বামী-সন্তান হারিয়ে ভবঘুরের মত জীবন চলছে তার। জাতীয় পরিচয়পত্র না থাকায় পাচ্ছেন না সরকারি কোনো সুযোগ-সুবিধা। মানুষের দ্বারে ঘুরে জোটে দুবেলা আহার।
শিফারুন্নেছার স্বামীর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ভদ্রচাপ গ্রামে। তিনি মৃত কালু ব্যাপারীর স্ত্রী এবং একই ইউনিয়নের মলংচরা গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের মেয়ে।
বৃদ্ধা শিফারুন্নেছা বেগম নিজের দুঃখের কথা এই প্রতিবেদকের নিকট বলতে গিয়ে উচ্চ স্বরে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘ভাইগো, ‘আমার বাপের ৩ কানি সম্পত্তি আছিল, স্বামী-সন্তান লইয়া আমি বাপের বাড়ি থাকতাম। আমার স্বামী মইরা যাওনের পর একদিন আমার মুহের ভেতর কাপড় ঢুকাইয়া জোর কইরা আমার টিপসই নিয়া সব সম্পত্তি লইয়া গেছে। আর হেইয়ার পর আমার পোলাডারেও রাইতে ডর দেহাইছে, কয়েক দিন ভুইগ্গা পোলাডাও মইরা গেছে। আডারো বছর পর্যন্ত মামলা চালাইছি কিন্তু হ্যাগো জোরের লগে পারি নাই।
বৃদ্ধা আরও বলেন, আইজ এই বাড়ি, কাইল ঐ বাড়ি, এই কইরা ১৭ বছর ধইরা মাইনষের বাড়ি থাহি। কিন্তু মাইনষের বাড়িতেও থাকতে পারি না। আমারে হেগো জাগা ছাড়ার লাইগ্গা কাইছা দিয়া পিঠাইছে, কপালডা ফুডাইয়া হালাইছে, গায়ের ভেতরে কাইছার হলা বহাইছে। হেইয়ার পর না টিকতাইরা চইলা আইছি।
কোন ভাতার কার্ড পেয়েছেন কিনা জানতে চাইলে অসহায় শিফারুন্নেছা বেগম বলেন, ‘কিচ্ছু দেয় নাই, চেয়ারম্যানের পায় ধরছি, মেম্বরের পায় ধরছি, কিন্তু দেয় নাই। আমার ভোটার কাডও নাই। চেয়ারম্যানের ধারে কইছি, বাবা, আমারে বিধবার ১টা কাড দেন। কিন্তু পরিষদের দুলাল চকিদার চেয়ারম্যানরে দিতে না করে। হেয় কয়, একলা মাইনষের কী লাগে? এক আইচা হ্যান খাইলেই তো এক রাইত জায়গা। হ্যাশে হেরা দেয় না।’
নাগেরপাড়া ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোসা. নাহার বেগম আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধা শিফারুন্নেছা আমাদের পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবের নিকট তার অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সরকারি বিভিন্ন সহায়তা বা ভাতার কার্ড করতে হলে জাতীয় পরিচয়পত্র দরকার। কিন্তু ওনার জাতীয় পরিচয়পত্র না থাকায় করোনাকালীন সময়ে বা ভাতার কার্ডসহ বিভিন্ন সহায়তা তাকে দিতে পারিনি। জাতীয় পরিচয়পত্র করার জন্য তাঁকে উপজেলা বা জেলা নির্বাচন অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইউপি সচিব জাকির হোসেন সারেং তাকে জন্ম নিবন্ধন কার্ড করে দিয়েছেন। এটি দিয়ে তিনি জাতীয় পরিচয়পত্র পেতে পারেন। কিন্তু এরপর তিনি জাতীয় পরিচয়পত্র করতে পেরেছেন কিনা তা জানি না।
এ বিষয়ে জানতে চাইলে নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মহসিন সরদার আজকের পত্রিকাকে বলেন, উনি আমাদের নিকট আসলে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে