ফরিদপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরের নাম বদলে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সরিয়ে পুরোনো পরিচয় ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা ব্যানার সাইনবোর্ড হিসেবে টানিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, হাসপাতালটির মূল ফটকে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর নিচে একটি ব্যানার টানানো হয়েছে। তাতে বড় করে লেখা রয়েছে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সৌজন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’। তা ছাড়া আগের সাইনবোর্ড থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ অংশটুকু সরিয়ে ফেলা হয়েছে। কলেজের মূল ফটক ও ভবনে থাকা নাম উঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো সাইনবোর্ড টানানো হয়নি।
কারা বঙ্গবন্ধুর নাম সরিয়ে সাইনবোর্ড টানিয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গতকাল মঙ্গলবার বিকেল বা সন্ধ্যায় করে থাকতে পারেন।’
দীপক বিশ্বাস আরও বলেন, ‘আমরা চাকরি করি, চাইলেই নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারে সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবে। তবে আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত কি না ভালো করে জেনে জানাতে পারব।’
১৯৯২ সালে ফরিদপুর শহরে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ এবং কলেজটির সঙ্গে ছিল ২৫০ শয্যার হাসপাতাল। যা উন্নিত করা হয় ৫০০ শয্যায়। পরে ২০২১ সালের এপ্রিলে কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরের নাম বদলে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সরিয়ে পুরোনো পরিচয় ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা ব্যানার সাইনবোর্ড হিসেবে টানিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, হাসপাতালটির মূল ফটকে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর নিচে একটি ব্যানার টানানো হয়েছে। তাতে বড় করে লেখা রয়েছে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সৌজন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’। তা ছাড়া আগের সাইনবোর্ড থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ অংশটুকু সরিয়ে ফেলা হয়েছে। কলেজের মূল ফটক ও ভবনে থাকা নাম উঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো সাইনবোর্ড টানানো হয়নি।
কারা বঙ্গবন্ধুর নাম সরিয়ে সাইনবোর্ড টানিয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গতকাল মঙ্গলবার বিকেল বা সন্ধ্যায় করে থাকতে পারেন।’
দীপক বিশ্বাস আরও বলেন, ‘আমরা চাকরি করি, চাইলেই নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারে সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবে। তবে আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত কি না ভালো করে জেনে জানাতে পারব।’
১৯৯২ সালে ফরিদপুর শহরে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ এবং কলেজটির সঙ্গে ছিল ২৫০ শয্যার হাসপাতাল। যা উন্নিত করা হয় ৫০০ শয্যায়। পরে ২০২১ সালের এপ্রিলে কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১৭ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২২ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২৬ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩২ মিনিট আগে