নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিকেল থেকে কয়েক দফায় রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
সংঘর্ষে প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫টি অবিস্ফোরিত হাত বোমা পাওয়া গেছে বলে দাবি করেছেন ডিএমপির ডিবির প্রধান হারুন অর রশিদ।
রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি পার্টি অফিসের সামনে তারা রাস্তা বন্ধ করে বসে পড়লেন। পুলিশ যখন বলল, আপনাদের রাস্তা বন্ধ করা ঠিক হচ্ছে না তখন পুলিশের ওপর তারা চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলেন। একপর্যায়ে তারা শত শত ককটেল বিস্ফোরণ করলেন পুলিশের দিকে।
‘তারপর আমরা তাদের দলীয় কার্যালয়ে প্রবেশ করলাম। সেখানে দেখলাম অবিস্ফোরিত ককটেল রয়েছে। সেখানে অবিস্ফোরিত ১৫টি হাত বোমা , দুই লাখেরও অধিক টাকা পেলাম। লক্ষ লক্ষ পানির বোতল, খিচুড়ি, ১৬০ বস্তা চাল এবং খিচুড়ি পাক করা দেখেছি।’
‘বিএনপির অফিসে ঢুকে’ উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলগুলোকে ‘নিষ্ক্রিয় করা’ হয়েছে বলেও মহানগর পুলিশের এই কর্মকর্তা।
ডিবিপ্রধান বলেন, সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানর দেওয়া হলো। সমাবেশের জন্য। তাঁরা সেখানে যদি না যেতে চানম তা নিয়ে তাঁদের সঙ্গে দর কষাকষি হতেই পারে। কিন্তু তা না করে তিন দিন বাকি থাকতেই তারা রাস্তায় বসে পড়লেন।
“পুলিশের উপরে ককটেল বিস্ফোরণ করলেন, পুলিশকে আহত করলেন। আমি মনে করি, এটি তাদের একটি দুরভিসন্ধি ছিল।’
বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘ককটেল বিস্ফোরণকারীরাসহ’ পার্টি অফিসে অবস্থানরত এবং পাশের এলাকা থেকে তিন শতাধিক বিএনপির নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
‘এদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়ারেন্টের আসামি, অনেকেই আছেন মামলার আসামি, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, যাচাই-বাছাই করব। তাদের বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে মামলা করা হবে।’
ডিবিপ্রধান আরও বলেন, ‘পার্টি অফিসের ভেতর থেকে অবিস্ফোরিত ১৫টি হাত বোমা আমরা উদ্ধার করেছি। অনেকে ককটেল বিস্ফোরণ করে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়েছিল। সেখান থেকে আমরা অনেককে গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিকভাবে স্বীকারও করেছে।’
৫০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছে দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অনেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
আরও পড়ুন:
বিকেল থেকে কয়েক দফায় রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
সংঘর্ষে প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫টি অবিস্ফোরিত হাত বোমা পাওয়া গেছে বলে দাবি করেছেন ডিএমপির ডিবির প্রধান হারুন অর রশিদ।
রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি পার্টি অফিসের সামনে তারা রাস্তা বন্ধ করে বসে পড়লেন। পুলিশ যখন বলল, আপনাদের রাস্তা বন্ধ করা ঠিক হচ্ছে না তখন পুলিশের ওপর তারা চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলেন। একপর্যায়ে তারা শত শত ককটেল বিস্ফোরণ করলেন পুলিশের দিকে।
‘তারপর আমরা তাদের দলীয় কার্যালয়ে প্রবেশ করলাম। সেখানে দেখলাম অবিস্ফোরিত ককটেল রয়েছে। সেখানে অবিস্ফোরিত ১৫টি হাত বোমা , দুই লাখেরও অধিক টাকা পেলাম। লক্ষ লক্ষ পানির বোতল, খিচুড়ি, ১৬০ বস্তা চাল এবং খিচুড়ি পাক করা দেখেছি।’
‘বিএনপির অফিসে ঢুকে’ উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলগুলোকে ‘নিষ্ক্রিয় করা’ হয়েছে বলেও মহানগর পুলিশের এই কর্মকর্তা।
ডিবিপ্রধান বলেন, সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানর দেওয়া হলো। সমাবেশের জন্য। তাঁরা সেখানে যদি না যেতে চানম তা নিয়ে তাঁদের সঙ্গে দর কষাকষি হতেই পারে। কিন্তু তা না করে তিন দিন বাকি থাকতেই তারা রাস্তায় বসে পড়লেন।
“পুলিশের উপরে ককটেল বিস্ফোরণ করলেন, পুলিশকে আহত করলেন। আমি মনে করি, এটি তাদের একটি দুরভিসন্ধি ছিল।’
বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘ককটেল বিস্ফোরণকারীরাসহ’ পার্টি অফিসে অবস্থানরত এবং পাশের এলাকা থেকে তিন শতাধিক বিএনপির নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
‘এদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়ারেন্টের আসামি, অনেকেই আছেন মামলার আসামি, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, যাচাই-বাছাই করব। তাদের বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে মামলা করা হবে।’
ডিবিপ্রধান আরও বলেন, ‘পার্টি অফিসের ভেতর থেকে অবিস্ফোরিত ১৫টি হাত বোমা আমরা উদ্ধার করেছি। অনেকে ককটেল বিস্ফোরণ করে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়েছিল। সেখান থেকে আমরা অনেককে গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিকভাবে স্বীকারও করেছে।’
৫০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছে দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অনেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
আরও পড়ুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে