Ajker Patrika

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি কার্যালয় থেকে ‘১৫ হাত বোমা উদ্ধার’, গ্রেপ্তার তিন শতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৯: ০৯
নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি কার্যালয় থেকে ‘১৫ হাত বোমা উদ্ধার’, গ্রেপ্তার তিন শতাধিক

বিকেল থেকে কয়েক দফায় রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। 

সংঘর্ষে প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫টি অবিস্ফোরিত হাত বোমা  পাওয়া গেছে বলে দাবি করেছেন ডিএমপির ডিবির প্রধান হারুন অর রশিদ।  

রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি পার্টি অফিসের সামনে তারা রাস্তা বন্ধ করে বসে পড়লেন। পুলিশ যখন বলল, আপনাদের রাস্তা বন্ধ করা ঠিক হচ্ছে না তখন পুলিশের ওপর তারা চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলেন। একপর্যায়ে তারা শত শত ককটেল বিস্ফোরণ করলেন পুলিশের দিকে।

‘তারপর আমরা তাদের দলীয় কার্যালয়ে প্রবেশ করলাম। সেখানে দেখলাম অবিস্ফোরিত ককটেল রয়েছে। সেখানে অবিস্ফোরিত ১৫টি হাত বোমা , দুই লাখেরও অধিক টাকা পেলাম। লক্ষ লক্ষ পানির বোতল, খিচুড়ি, ১৬০ বস্তা চাল এবং খিচুড়ি পাক করা দেখেছি।’ 

‘বিএনপির অফিসে ঢুকে’ উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলগুলোকে ‘নিষ্ক্রিয় করা’ হয়েছে বলেও মহানগর পুলিশের এই কর্মকর্তা। 

ডিবিপ্রধান বলেন, সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানর দেওয়া হলো। সমাবেশের জন্য। তাঁরা সেখানে যদি না যেতে চানম তা নিয়ে তাঁদের সঙ্গে দর কষাকষি হতেই পারে। কিন্তু তা না করে তিন দিন বাকি থাকতেই তারা রাস্তায় বসে পড়লেন।

“পুলিশের উপরে ককটেল বিস্ফোরণ করলেন, পুলিশকে আহত করলেন। আমি মনে করি, এটি তাদের একটি দুরভিসন্ধি ছিল।’

বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘ককটেল বিস্ফোরণকারীরাসহ’ পার্টি অফিসে অবস্থানরত এবং পাশের এলাকা থেকে তিন শতাধিক বিএনপির নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

‘এদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়ারেন্টের আসামি, অনেকেই আছেন মামলার আসামি, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, যাচাই-বাছাই করব। তাদের বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে মামলা করা হবে।’ 

ডিবিপ্রধান আরও বলেন, ‘পার্টি অফিসের ভেতর থেকে অবিস্ফোরিত ১৫টি হাত বোমা  আমরা উদ্ধার করেছি। অনেকে ককটেল বিস্ফোরণ করে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়েছিল। সেখান থেকে আমরা অনেককে গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিকভাবে স্বীকারও করেছে।’

৫০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছে দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অনেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত