ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টার পর কয়েক শ শিক্ষার্থী রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে শনির আখড়া হয়ে যাত্রাবাড়ী দিকে যাওয়ার চেষ্টা করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় যানজট।
দুপুর ১২টার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বেলা দেড়টার মধ্যে কয়েক শ শিক্ষার্থী জমায়েত হয় সেখানে। তারা কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত অবরোধ করে রাখে বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী।
ঘটনাস্থলের কাছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। এ সময় তাদের সামনেই শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। রাব্বি নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো সহিংসতা করব না। আমাদের দাবি মেনে নিলেই আমরা ঘরে ফিরে যাব।’ হামিম নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো দল করি না। আমাদের সহপাঠীদের কেনো গুলি করে মারা হলো? জানতে চাই।’
যানজট তৈরি হওয়ায় বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। সিএনজিচালক বাবুল বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট আসার পর আন্দোলনকারীরা আমাকে বাধা দেয়। পরে আমি যাত্রী নিয়ে ভিতরের গলি দিয়ে আসি।’
দুই শিশুসন্তান নিয়ে মুন্সিগঞ্জ যাবেন তানিয়া বেগম। তিনি বলেন, ‘সাইনবোর্ড পর্যন্ত যাওয়ার পর গণ্ডগোলের কারণে আর যাইতে পারি নাই। তাই আবার যাত্রাবাড়ী ফিরে আসলাম।’ তবে ছাত্ররা কোনো জ্বালা পোড়াও বা কাউকে মারধর করে না বলে জানান এই দুই ব্যক্তি।
এদিকে যাত্রাবাড়ী রাস্তার আশপাশে অবস্থান নিয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা বলেন, ‘যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সে জন্য রাজপথে বসে আছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টার পর কয়েক শ শিক্ষার্থী রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে শনির আখড়া হয়ে যাত্রাবাড়ী দিকে যাওয়ার চেষ্টা করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় যানজট।
দুপুর ১২টার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বেলা দেড়টার মধ্যে কয়েক শ শিক্ষার্থী জমায়েত হয় সেখানে। তারা কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত অবরোধ করে রাখে বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী।
ঘটনাস্থলের কাছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। এ সময় তাদের সামনেই শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। রাব্বি নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো সহিংসতা করব না। আমাদের দাবি মেনে নিলেই আমরা ঘরে ফিরে যাব।’ হামিম নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো দল করি না। আমাদের সহপাঠীদের কেনো গুলি করে মারা হলো? জানতে চাই।’
যানজট তৈরি হওয়ায় বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। সিএনজিচালক বাবুল বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট আসার পর আন্দোলনকারীরা আমাকে বাধা দেয়। পরে আমি যাত্রী নিয়ে ভিতরের গলি দিয়ে আসি।’
দুই শিশুসন্তান নিয়ে মুন্সিগঞ্জ যাবেন তানিয়া বেগম। তিনি বলেন, ‘সাইনবোর্ড পর্যন্ত যাওয়ার পর গণ্ডগোলের কারণে আর যাইতে পারি নাই। তাই আবার যাত্রাবাড়ী ফিরে আসলাম।’ তবে ছাত্ররা কোনো জ্বালা পোড়াও বা কাউকে মারধর করে না বলে জানান এই দুই ব্যক্তি।
এদিকে যাত্রাবাড়ী রাস্তার আশপাশে অবস্থান নিয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা বলেন, ‘যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সে জন্য রাজপথে বসে আছি।’
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
২ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
২ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৩ ঘণ্টা আগে