গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে এবং বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কারখানা শ্রমিককে মারধরের ঘটনায় জেলার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালের এই ঘটনায় এ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকাল ৭টায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার গ্লোবস কারখানার শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ কারণে নিরাপত্তার শঙ্কায় মৌচাক এলাকার আশপাশের আরও অন্তত ১৫টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামের কারখানা শ্রমিকদের গত ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় শ্রমিকেরা গতকাল সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ দিনভর শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে। পরে বিকেলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।
আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন, কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশ দেখে শ্রমিকেরা প্রথমে সকাল ৭টা থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করায় একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
কারখানার সামনে দেওয়া নোটিশে বলা হয়, এই কারখানার কর্মীরা ১০ মার্চ সকাল ১০টার সময় নিয়ম বহির্ভূতভাবে কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল আচরণ করে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কাজে যোগদান থেকে বিরত থাকে। কর্মী-কর্মচারীদের এ ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের শামিল।
কর্তৃপক্ষ মনে করছে, উচ্ছৃঙ্খল কর্মী-কর্মচারীরা কারখানায় যেকোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। যে কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম-আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ যথারীতি নোটিশের মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কারখানাটির মালিক ইকবাল হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের গ্লোবস কারখানায় গত শনিবার কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে কারখানার স্টাফরা। এরপর শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তাতে কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরে শ্রমিক-স্টাফদের ঝামেলা মিটে গেলেও আজ মঙ্গলবার পর্যন্ত কারখানা বন্ধ রয়েছে। এ কারণেই শ্রমিকেরা বিক্ষোভ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তার কারণে আশপাশের ১৫টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে কালিয়াকৈর এলাকার শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে টঙ্গীর শ্রমিকেরা এখনো মহাসড়ক ছাড়তে রাজি হচ্ছে না। তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তারা সরে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও চালু হবে।
গাজীপুরের টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে এবং বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কারখানা শ্রমিককে মারধরের ঘটনায় জেলার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালের এই ঘটনায় এ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকাল ৭টায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার গ্লোবস কারখানার শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ কারণে নিরাপত্তার শঙ্কায় মৌচাক এলাকার আশপাশের আরও অন্তত ১৫টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামের কারখানা শ্রমিকদের গত ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় শ্রমিকেরা গতকাল সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ দিনভর শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে। পরে বিকেলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।
আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন, কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশ দেখে শ্রমিকেরা প্রথমে সকাল ৭টা থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করায় একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
কারখানার সামনে দেওয়া নোটিশে বলা হয়, এই কারখানার কর্মীরা ১০ মার্চ সকাল ১০টার সময় নিয়ম বহির্ভূতভাবে কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল আচরণ করে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কাজে যোগদান থেকে বিরত থাকে। কর্মী-কর্মচারীদের এ ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের শামিল।
কর্তৃপক্ষ মনে করছে, উচ্ছৃঙ্খল কর্মী-কর্মচারীরা কারখানায় যেকোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। যে কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম-আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ যথারীতি নোটিশের মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কারখানাটির মালিক ইকবাল হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের গ্লোবস কারখানায় গত শনিবার কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে কারখানার স্টাফরা। এরপর শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তাতে কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরে শ্রমিক-স্টাফদের ঝামেলা মিটে গেলেও আজ মঙ্গলবার পর্যন্ত কারখানা বন্ধ রয়েছে। এ কারণেই শ্রমিকেরা বিক্ষোভ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তার কারণে আশপাশের ১৫টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে কালিয়াকৈর এলাকার শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে টঙ্গীর শ্রমিকেরা এখনো মহাসড়ক ছাড়তে রাজি হচ্ছে না। তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তারা সরে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও চালু হবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে