Ajker Patrika

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১১: ৫৯
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে এবং বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কারখানা শ্রমিককে মারধরের ঘটনায় জেলার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালের এই ঘটনায় এ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকাল ৭টায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার গ্লোবস কারখানার শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ কারণে নিরাপত্তার শঙ্কায় মৌচাক এলাকার আশপাশের আরও অন্তত ১৫টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামের কারখানা শ্রমিকদের গত ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় শ্রমিকেরা গতকাল সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ দিনভর শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে। পরে বিকেলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন, কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশ দেখে শ্রমিকেরা প্রথমে সকাল ৭টা থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করায় একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

কারখানার সামনে দেওয়া নোটিশে বলা হয়, এই কারখানার কর্মীরা ১০ মার্চ সকাল ১০টার সময় নিয়ম বহির্ভূতভাবে কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল আচরণ করে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কাজে যোগদান থেকে বিরত থাকে। কর্মী-কর্মচারীদের এ ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের শামিল।

কর্তৃপক্ষ মনে করছে, উচ্ছৃঙ্খল কর্মী-কর্মচারীরা কারখানায় যেকোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। যে কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম-আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ যথারীতি নোটিশের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কারখানাটির মালিক ইকবাল হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অপরদিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের গ্লোবস কারখানায় গত শনিবার কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে কারখানার স্টাফরা। এরপর শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তাতে কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরে শ্রমিক-স্টাফদের ঝামেলা মিটে গেলেও আজ মঙ্গলবার পর্যন্ত কারখানা বন্ধ রয়েছে। এ কারণেই শ্রমিকেরা বিক্ষোভ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তার কারণে আশপাশের ১৫টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে কালিয়াকৈর এলাকার শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে টঙ্গীর শ্রমিকেরা এখনো মহাসড়ক ছাড়তে রাজি হচ্ছে না। তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তারা সরে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও চালু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত