Ajker Patrika

বিমানবন্দরে বিপুল সৌদি রিয়ালসহ আটক ১

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 
বিমানবন্দরে বিপুল সৌদি রিয়ালসহ আটক ১

রাজধানীর বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ মো. হাসান আলী নামের একজনকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের সিকিউরিটি স্ক্যানিং থেকে আজ সোমবার রাত ৮টা ২০ মিনিটে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক হওয়া হাসান আলী স্টার এক্সপ্রেস লাইনের এসকিউ ৪৪৭ ফ্লাইটের একটি কনসাইনম্যান্টে এসব সৌদি রিয়ালগুলো সিঙ্গাপুর পাচারের চেষ্টা করছিলেন। জব্দকৃত এসব সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশী টাকায় ২০ কোটি টাকা বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। 

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান আজকের পত্রিকাকে বলেন, বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ হাসান আলী নামের একজনকে আটক করা হয়েছে। বর্তমানে জব্দকৃত সৌদি রিয়াল গণনা চলছে। এসব সৌদি রিয়াল সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। 

তিনি বলেন, গণণা শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত