নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অন্যবার ২৯ রোজার দিন থেকে ঈদের সরকারি ছুটি দেওয়া হলেও এবার ২৯তম রোজার দিন অর্থাৎ ১২ মে বুধবার সরকারি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল বুধবার সরকারি অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। বৃহস্পতি, শুক্র ও শনিবার ঈদের ছুটি থাকবে।
শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ১৩ মে বৃহস্পতিবার হবে ঈদুল ফিতর। আর রোজা ৩০টি হলে ঈদ হবে ১৪ মে, শুক্রবার।
সাধারণত ২৯ রোজার দিন থেকে তিন দিন ঈদের ছুটি দেওয়া হয়। আর রোজা ৩০টি হলে ঈদের ছুটি একদিন বেড়ে হয় চার দিন। এবার কেন ২৯ রোজার দিন সরকারি অফিস খোলা রাখা হচ্ছে, এ প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে সেটি তো আগে থেকে জানার কোনো অপশন নেই। কিন্তু ২৯ রোজা শেষ করে অর্থাৎ ১২ মে বুধবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় কবে ঈদ হবে তা জানা যাবে। ২৯ রোজার পর ঈদ হলে বৃহস্পতিবার ঈদ করতে অনেকেই বাড়ি ফিরতে পারবেন না।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তানাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার তিন দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। ঈদের ছুটিতে সবাই যাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন সেজন্য এবার ২৯ রোজা থেকে ঈদের ছুটি দেওয়া হয়নি।
ঢাকা: অন্যবার ২৯ রোজার দিন থেকে ঈদের সরকারি ছুটি দেওয়া হলেও এবার ২৯তম রোজার দিন অর্থাৎ ১২ মে বুধবার সরকারি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল বুধবার সরকারি অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। বৃহস্পতি, শুক্র ও শনিবার ঈদের ছুটি থাকবে।
শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ১৩ মে বৃহস্পতিবার হবে ঈদুল ফিতর। আর রোজা ৩০টি হলে ঈদ হবে ১৪ মে, শুক্রবার।
সাধারণত ২৯ রোজার দিন থেকে তিন দিন ঈদের ছুটি দেওয়া হয়। আর রোজা ৩০টি হলে ঈদের ছুটি একদিন বেড়ে হয় চার দিন। এবার কেন ২৯ রোজার দিন সরকারি অফিস খোলা রাখা হচ্ছে, এ প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে সেটি তো আগে থেকে জানার কোনো অপশন নেই। কিন্তু ২৯ রোজা শেষ করে অর্থাৎ ১২ মে বুধবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় কবে ঈদ হবে তা জানা যাবে। ২৯ রোজার পর ঈদ হলে বৃহস্পতিবার ঈদ করতে অনেকেই বাড়ি ফিরতে পারবেন না।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তানাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার তিন দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। ঈদের ছুটিতে সবাই যাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন সেজন্য এবার ২৯ রোজা থেকে ঈদের ছুটি দেওয়া হয়নি।
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া থেকে লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটার পথে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। গত এক মাস ১০ দিনে এই এক্সপ্রেসওয়েতে ২৩টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
৩৫ মিনিট আগেমাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এক ব্যক্তি বিরুদ্ধে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। নলবুনিয়ার শুভসন্ধ্যা সৈকত এলাকায় এই জমি দখল করা হয়।
১ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কাছে যাত্রাবিরতি করা শত শত বালুবহনকারী জাহাজ থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নদীর তীরে যাত্রাবিরতি করার সুযোগ করে দেওয়ার নামে প্রতিদিন সন্ধ্যা নামলেই এ চাঁদাবাজি শুরু হয়। একেকটি বালুবহনকারী জাহাজ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছে স্থানীয় একটি চক্র।
১ ঘণ্টা আগে