নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনআইডি ডেটাবেইস থেকে মোবাইল কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে ডেটাবেইস তৈরি করতে বিটিআরসির দেওয়া নির্দেশনা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ আজ রোববার এই নোটিশ পাঠান। মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, তথ্য ও যোগাযোগ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং বাংলাদেশ মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়।
সাধারণ জনগণের কোনো তথ্য বেসরকারি প্রতিষ্ঠানকে সংগ্রহ ও সংরক্ষণ করার নির্দেশ প্রদান যাতে না করে লিগ্যাল নোটিশের মাধ্যমে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে বিস্তারিত সিদ্ধান্ত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে নোটিশে।
নোটিশে বলা হয়, বিটিআরসি মোবাইল কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে তথ্য ভান্ডার তৈরির নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, মোবাইল কোম্পানিগুলো তাদের গ্রাহকদের নাম, ঠিকানাসহ অন্যান্য যাবতীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে। যা পূর্বে মোবাইল কোম্পানিগুলো নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইস থেকে সংগ্রহ করে থাকত।
নোটিশ আরও বলা হয়েছে যে, বিটিআরসির সিদ্ধান্ত সংবিধানের অনুচ্ছেদ ৩৯ বিরোধী এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ধারা ১৩ এর পরিপন্থী। বিটিআরসির এই নির্দেশনা মোবাইল কোম্পানিগুলো অনুসরণ শুরু করলে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের নিকট চলে যাবে। যাতে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এছাড়াও জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যা সংবিধান ও আইন পরিপন্থী।
এনআইডি ডেটাবেইস থেকে মোবাইল কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে ডেটাবেইস তৈরি করতে বিটিআরসির দেওয়া নির্দেশনা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ আজ রোববার এই নোটিশ পাঠান। মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, তথ্য ও যোগাযোগ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং বাংলাদেশ মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়।
সাধারণ জনগণের কোনো তথ্য বেসরকারি প্রতিষ্ঠানকে সংগ্রহ ও সংরক্ষণ করার নির্দেশ প্রদান যাতে না করে লিগ্যাল নোটিশের মাধ্যমে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে বিস্তারিত সিদ্ধান্ত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে নোটিশে।
নোটিশে বলা হয়, বিটিআরসি মোবাইল কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে তথ্য ভান্ডার তৈরির নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, মোবাইল কোম্পানিগুলো তাদের গ্রাহকদের নাম, ঠিকানাসহ অন্যান্য যাবতীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে। যা পূর্বে মোবাইল কোম্পানিগুলো নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইস থেকে সংগ্রহ করে থাকত।
নোটিশ আরও বলা হয়েছে যে, বিটিআরসির সিদ্ধান্ত সংবিধানের অনুচ্ছেদ ৩৯ বিরোধী এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ধারা ১৩ এর পরিপন্থী। বিটিআরসির এই নির্দেশনা মোবাইল কোম্পানিগুলো অনুসরণ শুরু করলে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের নিকট চলে যাবে। যাতে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এছাড়াও জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যা সংবিধান ও আইন পরিপন্থী।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৭ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৮ মিনিট আগে