সাভার(ঢাকা) প্রতিনিধি
সাভারে চলতি বাসে এক নারীর সোনার চেইন চুরির চেষ্টার সময় হাতেনাতে সংঘবদ্ধ চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। গল্পের ছলে ভুক্তভোগীর গলা থেকে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।
আজ রোববার (২৫ মে) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। এর আগে দুপুরে তাঁদের সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, এর আগে গতকাল শনিবার সকালে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড থেকে সাভার পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী সালমা বেগম ও তাঁর ছেলে সাখাওয়াত হোসেন। তখনই সেই বাসে চোর চক্রের সদস্যরাও ওঠেন। বাসে উঠেই সালমা বেগমের সঙ্গে গল্প করা শুরু করেন তাঁরা। পরে বাসটি সাভারের পাকিজা মোড় এলাকায় পৌঁছালে কৌশলে গলায় হাত দিয়ে আট আনা ওজনের সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা চালান তাঁরা। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পাশে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসটিকে থামার জন্য সিগন্যাল দেন। পরে বাস থেকে চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারীর ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), লালচান বেগম (৩০), তাহমিনা বেগম (২৫), নাছিমা আক্তার তাসলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)। বর্তমানে তাঁরা সবাই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকায় বসবাস করেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা মূলত সংঘবদ্ধ চোর চক্র। সড়কে যেন সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য আমরা সচেষ্ট আছি।’
সাভারে চলতি বাসে এক নারীর সোনার চেইন চুরির চেষ্টার সময় হাতেনাতে সংঘবদ্ধ চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। গল্পের ছলে ভুক্তভোগীর গলা থেকে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।
আজ রোববার (২৫ মে) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। এর আগে দুপুরে তাঁদের সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, এর আগে গতকাল শনিবার সকালে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড থেকে সাভার পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী সালমা বেগম ও তাঁর ছেলে সাখাওয়াত হোসেন। তখনই সেই বাসে চোর চক্রের সদস্যরাও ওঠেন। বাসে উঠেই সালমা বেগমের সঙ্গে গল্প করা শুরু করেন তাঁরা। পরে বাসটি সাভারের পাকিজা মোড় এলাকায় পৌঁছালে কৌশলে গলায় হাত দিয়ে আট আনা ওজনের সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা চালান তাঁরা। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পাশে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসটিকে থামার জন্য সিগন্যাল দেন। পরে বাস থেকে চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারীর ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), লালচান বেগম (৩০), তাহমিনা বেগম (২৫), নাছিমা আক্তার তাসলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)। বর্তমানে তাঁরা সবাই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকায় বসবাস করেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা মূলত সংঘবদ্ধ চোর চক্র। সড়কে যেন সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য আমরা সচেষ্ট আছি।’
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
২৫ মিনিট আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ ঘণ্টা আগে