নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসার গ্রিল কেটে ঢুকে মারধর ও ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫)।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সালমা বেগমের অভিযোগ, মঙ্গলবার ভোরে এক দল ডাকাত এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, যাত্রাবাড়ীতে নিজেদের পাঁচতলা বাড়ির দোতলায় থাকতেন তাঁর বাবা-মা। ভোরে ওই বাসার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তাঁর বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন। তাঁর মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, এই দম্পতি বিবির বাগিচা এলাকার বাসিন্দা। আজ ভোরে গ্রিল কেটে কে বা কারা বাসায় ঢুকে তাঁদের একজনকে হত্যা করে এবং অন্যজনকে গুরুতর আহত করে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে।
বাসার গ্রিল কেটে ঢুকে মারধর ও ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫)।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সালমা বেগমের অভিযোগ, মঙ্গলবার ভোরে এক দল ডাকাত এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, যাত্রাবাড়ীতে নিজেদের পাঁচতলা বাড়ির দোতলায় থাকতেন তাঁর বাবা-মা। ভোরে ওই বাসার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তাঁর বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন। তাঁর মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, এই দম্পতি বিবির বাগিচা এলাকার বাসিন্দা। আজ ভোরে গ্রিল কেটে কে বা কারা বাসায় ঢুকে তাঁদের একজনকে হত্যা করে এবং অন্যজনকে গুরুতর আহত করে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। ইতিমধ্যে শেষ হয়েছে ভোটের প্রচার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এরপর একই দিনে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু ও হল সংসদ নির্বাচনে
২ ঘণ্টা আগেমিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মায়ানি ইউনিয়নের পশ্চিম মায়ানি ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে। নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (৪০) ও তাঁর ভাই রানা (৩৫)।
২ ঘণ্টা আগেনেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। আজ বুধবার জেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে