Ajker Patrika

৫০ হাজার টাকা নিয়ে ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় ১০ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫০ হাজার টাকা নিয়ে ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় ১০ বছরের শিশু

ইউটিউবে ভিডিও দেখে মোবাইল ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় আসে ১০ বছরের শিশু। সঙ্গে নিয়ে আসে বাবার ব্যবসার জন্য জমানো ৫০ হাজার টাকা। মার্কেটের নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তাকে তেজগাঁও থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গতকাল সোমবার রাতে বসুন্ধরা শপিং মলের নিরাপত্তা কর্মীদের তথ্যের ভিত্তিতে এক শিশুকে হেফাজতে নেওয়া হয়। 

জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, ইউটিউবে দেখেছে, ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিভিন্ন ব্র‍্যান্ডের নিত্যনতুন মোবাইল ফোন সেট কিনতে পাওয়া যায়। ভিডিও দেখে প্রলুব্ধ হয়ে সে ঢাকায় এসে মোবাইল কেনার পরিকল্পনা করে। বাসায় কাউকে কিছু না জানিয়ে বাবার জমানো ৫০ হাজার টাকা নিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞেস করে প্রথমে শেরপুর থেকে ঢাকার মহাখালী আসে। মহাখালীতে নেমে একইভাবে মানুষকে জিজ্ঞেস করতে করতে কারওয়ান বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসে। এখানে এসেই মোবাইল ফোনে দোকানের সামনে ঘুরঘুর শুরু করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মার্কেটের নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার সঙ্গে এত টাকা দেখে নিরাপত্তাকর্মীরাও ভড়কে যান। এরপর তাঁরা পুলিশকে জানান। 

সোমবার রাতেই বাড়িতে খবর পাঠায় পুলিশ। পরে তাকে চাচার জিম্মায় দিয়ে দেয় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত