মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ড্রেজারের শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামসংলগ্ন মেঘনা নদীতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে মো. মোস্তফা (৫৫) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইজারা দেওয়া বালুমহালের নির্ধারিত সীমা লঙ্ঘন করে ড্রেজারের শ্রমিকেরা গ্রামসংলগ্ন নদীর অংশ থেকে বালু উত্তোলন করছেন। এতে তীরবর্তী বসতভিটা ও ফসলি জমিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই ক্ষুব্ধ গ্রামবাসী সকালে বালু উত্তোলনকাজে বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।
চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা মো. নুরে আলম সাগর বলেন, ‘বালুমহালটির ইজারা হয়েছে ভাসানচর মৌজায়। অথচ তারা এসে চর আব্দুল্লাহ মৌজায় জমির কাছ থেকে বালু উত্তোলন করছে। এখানে আমাদের প্রায় চার একর জমি রয়েছে। জমি ও বসতভিটা রক্ষায় গ্রামবাসী বাধা দিয়েছে।’
জানতে চাইলে বালুমহালের ইজারাদার মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির বলেন, ‘আমরা তিন দিন আগে বালু উত্তোলন শুরু করি এবং প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যে কাজ করছি। হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে কিছু লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালায় ও ড্রেজারে আগুন দেয়।’
এ বিষয়ে চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে হামলা চালিয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। একটি ড্রেজারে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। তবে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ড্রেজারের শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামসংলগ্ন মেঘনা নদীতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে মো. মোস্তফা (৫৫) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইজারা দেওয়া বালুমহালের নির্ধারিত সীমা লঙ্ঘন করে ড্রেজারের শ্রমিকেরা গ্রামসংলগ্ন নদীর অংশ থেকে বালু উত্তোলন করছেন। এতে তীরবর্তী বসতভিটা ও ফসলি জমিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই ক্ষুব্ধ গ্রামবাসী সকালে বালু উত্তোলনকাজে বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।
চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা মো. নুরে আলম সাগর বলেন, ‘বালুমহালটির ইজারা হয়েছে ভাসানচর মৌজায়। অথচ তারা এসে চর আব্দুল্লাহ মৌজায় জমির কাছ থেকে বালু উত্তোলন করছে। এখানে আমাদের প্রায় চার একর জমি রয়েছে। জমি ও বসতভিটা রক্ষায় গ্রামবাসী বাধা দিয়েছে।’
জানতে চাইলে বালুমহালের ইজারাদার মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির বলেন, ‘আমরা তিন দিন আগে বালু উত্তোলন শুরু করি এবং প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যে কাজ করছি। হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে কিছু লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালায় ও ড্রেজারে আগুন দেয়।’
এ বিষয়ে চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে হামলা চালিয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। একটি ড্রেজারে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। তবে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩৬ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৪০ মিনিট আগে