Ajker Patrika

স্ত্রীকে গলা কেটে হত্যার পর শ্বশুরকে ফোন: সেই স্বামীকে গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২২: ৩৪
আমিনুল ইসলাম। ছবি: সংগ্রহীত
আমিনুল ইসলাম। ছবি: সংগ্রহীত

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আমিনুল ইসলাম খোকনকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব-১ ও র‍্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে সিলেট থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আমিনুল ইসলাম খোকন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ঝিগাতলা মাইজহাটি গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে। তিনি ও নিহত স্ত্রী নাদিরা বেগম (৩১) শ্রীপুরের মাওনা কপাটিয়াপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, ২৪ এপ্রিল শ্রীপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এরপর র‍্যাব-১ এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় আজ (শনিবার) দুপুরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামুন খান চিশতী আরও বলেন, প্রাথমিকভাবে স্ত্রীকে জবাই করে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন আসামি আমিনুল ইসলাম।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে র‍্যাব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গাজীপুরের শ্রীপুরের কপাটিয়াপাড়া গ্রামে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার পর লাশ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করে জানান স্বামী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত