Ajker Patrika

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি 
নানা অভিযোগ তুলে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অবিলম্বে বিলুপ্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে একাংশের নেতা-কর্মীরা সাংসদ সম্মেলন করেন। ছবি: আজকের পত্রিকা
নানা অভিযোগ তুলে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অবিলম্বে বিলুপ্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে একাংশের নেতা-কর্মীরা সাংসদ সম্মেলন করেন। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তুলে অবিলম্বে কমিটি বিলুপ্তির দাবি তোলেন একাংশের নেতা-কর্মীরা। তাঁরা সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ের জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তাঁদের অন্য দাবির মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল আয়োজিত হেপাটাইটিস ‘বি’ টিকাদান কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার করতে হবে, কমিটির সব সদস্যকে যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারেন, তা নিশ্চিত করতে হবে এবং ছাত্রদলের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা শাখা কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এসবের মধ্যে রয়েছে সংগঠনের নাম ব্যবহার করে হেপাটাইটিস ‘বি’ টিকাদান কর্মসূচির আড়ালে আওয়ামী ঘরানার এক সাবেক সংসদ সদস্যের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে, যার কোনো কেন্দ্রীয় অনুমোদন ছিল না। প্রায় ৩ কোটি ২০ লাখ টাকার বাজেট থেকে ১ কোটি ৮৫ লাখ টাকা উদ্বৃত্ত রেখে নেতাদের মধ্যে ভাগবাঁটোয়ারা নিয়ে সংঘাত তৈরি হয়েছে, যা শুধু দুর্নীতিই নয়, বরং ছাত্রদলের ভাবমূর্তি ধ্বংসের চক্রান্ত; ১৭৭ সদস্যের শাখা কমিটিতে ১৩ জনের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা স্পষ্ট, যা দলীয় আদর্শের পরিপন্থী। এ ছাড়া এখন পর্যন্ত সব সদস্যের পরিচিতি সভা, আলোচনা বা সংহতির কোনো প্রোগ্রাম আয়োজন করতে ব্যর্থ হয়েছে কমিটি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ তোলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও ৯০ দিন অতিক্রম করে ফেললেও কাউন্সিল বা পুনর্গঠন প্রক্রিয়ার কোনো উদ্যোগ নেয়নি আহ্বায়ক কমিটি। বিশ্ববিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অনেক সদস্যকে যুক্ত করা হয়নি, বরং কমিটির বাইরে নিজেদের অনুসারীদের যুক্ত করে বাকিদের মত প্রকাশের সুযোগ রুদ্ধ করেছে; কেন্দ্রীয় ছাত্রদল কিংবা ছাত্রবিষয়ক সম্পাদকের অনুমোদন ছাড়াই একাধিক সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, পরে তা কেন্দ্রের ওপর চাপিয়ে দিয়ে দায়মুক্তি চাওয়া হয়েছে।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুসাইন আল বাদল। তিনি বলেন, ‘বর্তমান জাবি ছাত্রদলের কমিটির একাধিক অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড আমাদের সংগঠনের আদর্শ ও নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এর পরিপ্রেক্ষিতে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, এই ব্যর্থ ও বিতর্কিত কমিটির তাৎক্ষণিক বিলুপ্তি এবং একটি যোগ্য, কার্যকর ও স্বচ্ছ নতুন কমিটি গঠনের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত