নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পাইকারি বাজারে দাম অনেকটাই কমেছে। এতে ভোক্তা পর্যায়েও দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম যতটা কমেছে খুচরা বাজারে ততটা কমেনি।
আজ রাজধানীর শ্যামবাজারের মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ মাহমুদ জানান, গত চার দিন ধরে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। এতে দাম অনেকটাই কমেছে। গত দুদিন আগেও পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে ২৭ থেকে ৩২ টাকায়। আর বিদেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৩১ থেকে ৩৫ টাকা দরে।
শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ বেড়েছে। এখন পেঁয়াজ রাখার জায়গায় সংকট দেখা দিয়েছে। এতে দামও দফায় দফায় কমে এসেছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে মনে করছেন তাঁরা।
রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমলেও পাইকারি বাজারের চেয়ে খুচরায় ব্যবধান অনেকটাই বেশি। গতকাল রাজধানীর পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে তা খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। দামের ব্যবধান বেশি থাকায় ভোক্তারা ঠকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে অনেক খুচরা দোকানে পুরোনো হালি পেঁয়াজের সরবরাহ থাকায় এটির দাম কমতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। যা দুদিন আগে ছিল ৬৫ থেকে ৮০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। আর প্রতিকেজি বিদেশি পেঁয়াজের দাম আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। গতকাল তা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। শতকরা দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ।
পেঁয়াজ চাষিরা জানান, গত সপ্তাহে বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। আর এ কারণে হঠাৎ করে বাজারে দাম বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানেই পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ঘরে বেশি দিন ধরে রাখা যায় না। তাই কৃষকেরাও এই পেঁয়াজ জমি থেকে তোলার পরপরই দ্রুত বিক্রি করার চেষ্টা করছেন।
বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পাইকারি বাজারে দাম অনেকটাই কমেছে। এতে ভোক্তা পর্যায়েও দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম যতটা কমেছে খুচরা বাজারে ততটা কমেনি।
আজ রাজধানীর শ্যামবাজারের মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ মাহমুদ জানান, গত চার দিন ধরে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। এতে দাম অনেকটাই কমেছে। গত দুদিন আগেও পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে ২৭ থেকে ৩২ টাকায়। আর বিদেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৩১ থেকে ৩৫ টাকা দরে।
শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ বেড়েছে। এখন পেঁয়াজ রাখার জায়গায় সংকট দেখা দিয়েছে। এতে দামও দফায় দফায় কমে এসেছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে মনে করছেন তাঁরা।
রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমলেও পাইকারি বাজারের চেয়ে খুচরায় ব্যবধান অনেকটাই বেশি। গতকাল রাজধানীর পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে তা খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। দামের ব্যবধান বেশি থাকায় ভোক্তারা ঠকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে অনেক খুচরা দোকানে পুরোনো হালি পেঁয়াজের সরবরাহ থাকায় এটির দাম কমতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। যা দুদিন আগে ছিল ৬৫ থেকে ৮০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। আর প্রতিকেজি বিদেশি পেঁয়াজের দাম আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। গতকাল তা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। শতকরা দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ।
পেঁয়াজ চাষিরা জানান, গত সপ্তাহে বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। আর এ কারণে হঠাৎ করে বাজারে দাম বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানেই পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ঘরে বেশি দিন ধরে রাখা যায় না। তাই কৃষকেরাও এই পেঁয়াজ জমি থেকে তোলার পরপরই দ্রুত বিক্রি করার চেষ্টা করছেন।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে