কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর বাবার কবর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন কল্পনা আক্তার (৩২) নামের এক আইনজীবী। এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম (৫০) বাদী হয়ে গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন—বরাব গ্রামের মৃত আনছার আলীর ছেলে দুলাল হোসেন দুলু, তাঁর স্ত্রী আছিয়া বেগম ও ছেলে নাজমুল হাসান রাজুসহ রফিকুল ইসলাম ও মরিয়ম বেগম।
অভিযোগে জানা গেছে, উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে কল্পনা আক্তার একজন আইনজীবী। তিনি বর্তমানে পরিবার নিয়ে উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। গত শুক্রবার দুপুরে কল্পনা আক্তার তাঁর নিজ গ্রাম বরাব এলাকায় বাবার বাড়িতে মৃত বাবার কবর পরিষ্কার ও মেরামত করতে। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে কল্পনা আক্তার ও তাঁর মা সখিনা বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে কল্পনা আক্তারের মাথায় আঘাত পেলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বাদী সখিনা বেগম বলেন, ‘আমার স্বামী রেজাউল করিম মারা গেছেন। তাঁর রেখে যাওয়া সম্পদ আমার মেয়েদের দিয়ে গেছে। কিন্তু আমার নিকট আত্মীয়রা এসব সম্পদ দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন। সেই সূত্র ধরেই আমার মেয়ে কল্পনা ও আমার ওপর হামলা চালিয়েছেন।’
এদিকে অভিযোগের বাদী ভুক্তভোগী সখিনা বেগমের দেওয়া অভিযোগের বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান সখিনা বেগম।
কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দায়ের করা অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলমান। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের কালিয়াকৈর বাবার কবর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন কল্পনা আক্তার (৩২) নামের এক আইনজীবী। এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম (৫০) বাদী হয়ে গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন—বরাব গ্রামের মৃত আনছার আলীর ছেলে দুলাল হোসেন দুলু, তাঁর স্ত্রী আছিয়া বেগম ও ছেলে নাজমুল হাসান রাজুসহ রফিকুল ইসলাম ও মরিয়ম বেগম।
অভিযোগে জানা গেছে, উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে কল্পনা আক্তার একজন আইনজীবী। তিনি বর্তমানে পরিবার নিয়ে উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। গত শুক্রবার দুপুরে কল্পনা আক্তার তাঁর নিজ গ্রাম বরাব এলাকায় বাবার বাড়িতে মৃত বাবার কবর পরিষ্কার ও মেরামত করতে। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে কল্পনা আক্তার ও তাঁর মা সখিনা বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে কল্পনা আক্তারের মাথায় আঘাত পেলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বাদী সখিনা বেগম বলেন, ‘আমার স্বামী রেজাউল করিম মারা গেছেন। তাঁর রেখে যাওয়া সম্পদ আমার মেয়েদের দিয়ে গেছে। কিন্তু আমার নিকট আত্মীয়রা এসব সম্পদ দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন। সেই সূত্র ধরেই আমার মেয়ে কল্পনা ও আমার ওপর হামলা চালিয়েছেন।’
এদিকে অভিযোগের বাদী ভুক্তভোগী সখিনা বেগমের দেওয়া অভিযোগের বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান সখিনা বেগম।
কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দায়ের করা অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলমান। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩১ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩২ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে