Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌচাকের নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে এসব পণ্য দেয়া হয়। 

এ সময় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রায় দুই হাজার কার্ডধারী পরিবারের মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। 

ইকবাল হোসেন বলেন, ‘নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে নাসিক ২নং ওয়ার্ডের প্রায় দুই হাজার সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদের ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। এই দুই হাজার পরিবারকে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে। প্রতিটি পরিবার ১১০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকায় দুই কেজি চিনি, ৬৫ টাকায় দুই কেজি মসুর ডাল পাবেন।’ 

পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, হাজী জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, হাজী আবুল কালাম, ইসমাইল হোসেন, মো. জসিমউদ্দীন, মাষ্টার মহিউদ্দীনসহ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ মার্চ রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সভাকক্ষে টিসিবি আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঘোষণা দেন দেশব্যাপী এক কোটি নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত