Ajker Patrika

পান্থকুঞ্জ পার্ক ধ্বংসের প্রতিবাদে ৩১ সংগঠনের ‘নাগরিক সংলাপ’ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত অংশ নির্মাণের প্রকল্প বাতিলের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আজ শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে। ছবি সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত অংশ নির্মাণের প্রকল্প বাতিলের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আজ শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে। ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ককে ক্ষতিগ্রস্ত করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক তৈরির পরিকল্পনা বাতিলের দাবিতে নাগরিক সংলাপের আয়োজন করেছে ৩১টি পরিবেশবাদী সংগঠন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরের বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ককে ক্ষতিগ্রস্ত করে এক্সপ্রেসওয়ের উল্লিখিত সংযোগ সড়কটি নির্মাণ হবে ‘প্রকৃতিবিধ্বংসী ও জনবিরোধী’ কাজ।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এক বিজ্ঞপ্তিতে নাগরিক সংলাপ আয়োজনের কথা জানান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইআরডিএ), ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পান্থকুঞ্জ প্রভাতী সংঘ, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নারীপক্ষ, বাংলাদেশ শর্টফিল্ম ফোরামসহ পরিবেশ, সমাজ-সংস্কৃতি বা উন্নয়ন নিয়ে কাজ করা ৩১টি সংগঠন নাগরিক সংলাপে অংশ নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত