Ajker Patrika

শতভাগ বিদ্যুৎ শেখ হাসিনাই নিশ্চিত করেছেন: মমতাজ বেগম

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৫৪
শতভাগ বিদ্যুৎ শেখ হাসিনাই নিশ্চিত করেছেন: মমতাজ বেগম

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘করোনা মহামারি, যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাতেও বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনাই শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিঙ্গাইর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় শত শত কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের কাজ করেছি। ছোট বড় অসংখ্য ব্রিজ নির্মাণ করা হয়েছে। দেশের সার্বিক যে উন্নয়ন হয়েছে, তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে।’ 

মমতাজ বেগম আরও বলেন, এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পাওয়া যাবে না, যেখানে একাধিক ভবন নির্মাণ করা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম এ সরকারের আমলেই হয়েছে। 

সিঙ্গাইর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম সরকার এতে সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আব্বাস উদ্দিন, আতোয়ার রহমান, আ. কুদ্দুস শেখ, খলিলুর রহমান, দেলোয়ার হোসেন, আরিফুর রহমান, কামরুজ্জামান টিপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত