Ajker Patrika

জুতার ভেতরে হেরোইন, রাজধানীর বিমানবন্দর থেকে আটক ২ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
জুতার ভেতরে হেরোইন, রাজধানীর বিমানবন্দর থেকে আটক ২ 

রাজধানীর বিমানবন্দর এলাকায় হেরোইনসহ দুজনকে আটক করেছে র‍্যাব। তাঁদের জুতার ভেতর থেকে ৩০০ গ্রাম হিরোইন পাওয়া যায়। গতকাল বুধবার (১২ এপ্রিল) রাতে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নোমান আহমদ এ তথ্য জানিয়েছেন। আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার রাফায়েল মুরমু (৩৫) ও জয়েন সরেন (৫০। 

আটক আসামিদের বরাত দিয়ে সিনিয়র এএসপি নোমান আহমদ জানান, আটকের সময় তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন,২টি মোবাইল ফোন, ২ জোড়া জোতা ও ১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়েছে। তাঁরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। প্রথমে তারা রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে। পরে তারা নিত্য নতুন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ সারা দেশে মাদক চোরাচালান করে। তাঁদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত