Ajker Patrika

চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ২০২ ভিডিও সরানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৮
চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ২০২ ভিডিও সরানো হয়েছে

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ২০২টি ভিডিও ইন্টারনেট থেকে অপসারণ করা হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে বিটিআরসির দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের ফেসবুক লাইভে আত্মহত্যার ভিডিও অপসারণ করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেন হাইকোর্ট। ছয় ঘণ্টার মধ্যে বিটিআরসিকে ওই ভিডিও অপসারণ করতে বলা হয়। এ ছাড়া এই ভিডিও যে কোনো মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। 

বৃহস্পতিবার আইনজীবী এ কে এম ফয়েজ বিষয়টি নজরে আনলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। 

এর আগে ২ জানুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। আবু মহসীন ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত