Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধে ২২ আসামির বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৩: ১৭
মানবতাবিরোধী অপরাধে ২২ আসামির বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহ ও যশোরের ২২ আসামির বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে ৮৪ ও ৮৫তম প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কো-অর্ডিনেটর মো. সানাউল হক। 

৮৪তম প্রতিবেদনে যশোরের বাঘারপাড়া ও কোতোয়ালি থানা এলাকায় মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় ১৫ আসামির বিরুদ্ধে। এর মধ্যে ডা. লুৎফর রহমান (৭১), খয়বার রহমান (৭০), নুরুল ইসলাম (৬৮), আবুল হোসেন বিশ্বাস (৬৮), আবু বকর (৬৯) ও হোসেন আলী মোল্লা (৭২) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর বাকি ৯ আসামি এখনো পলাতক। 

গ্রেপ্তার হওয়া আসামিরা সবাই মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন। আর বর্তমানে হোসেন আলী জাতীয় পার্টি এবং বাকিরা বিএনপির সমর্থক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এদিকে ৮৫তম প্রতিবেদনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কোতোয়ালি এবং নেত্রকোনার কেন্দুয়া এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয় সাত আসামির বিরুদ্ধে। এই মামলায় সাত আসামির মধ্যে শহিদুল্লাহ ফকির (৭৩), হাবিবুর রহমান ওরফে মেনু মিয়া (৮০) এবং আব্দুল হান্নান ওরফে হান্নান মুন্সি (৭০) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর চার আসামি এখনো পলাতক। গ্রেপ্তার হওয়া আসামিরা মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত