সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি ও পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। ভোটের মাঠে তাঁর মূল প্রতিপক্ষ হয়ে উঠেছেন ট্রাক ও ঈগল প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন ঈগল এবং বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটাররা বলছেন, দুই প্রার্থীই শক্ত অবস্থানে রয়েছেন। ভোটের মাঠে তাঁরা কাউকে ছাড় দিতে নারাজ। ট্রাকের ধাক্কা আর ঈগলের ঝাপটায় চ্যালেঞ্জের মুখে নৌকা।
রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূলে বিশাল কর্মী বাহিনী থাকা পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু নৌকার প্রার্থী আকন্দকে সমর্থন করে মাঠে কাজ করছেন। সোহরাবের পক্ষে মাঠে আছেন শ্রমিক লীগের কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা আতাউল্লা সিদ্দিক মাসুদ। তাঁরও অনেক কর্মী আছেন। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
নূর মোহাম্মদ ট্রাককে সমর্থন জানানোর পর থেকে পাল্টে গেছে ভোটের মাঠের হিসাবনিকাশ। তাঁর আস্থাভাজন আতাউল্লা রয়েছেন সোহরাবের পাশে। ভোটাররা বলছেন, আতাউল্লা সোহরাবের পাশে আর নূর মোহাম্মদ রয়েছেন আখতারুজ্জামানের সঙ্গে। সাবেক সংসদ সদস্য সোহরাব ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের পক্ষের লোকজনের মধ্যে বিরোধের কারণে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে। এর জেরে নির্বাচন ঘিরেও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
সোহরাব সম্প্রতি পাকুন্দিয়া সদরে নির্বাচনী মিছিল শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর কর্মী-সমর্থকদের মোবাইলে ফোন করে ভয় দেখানো হচ্ছে। নির্বাচনের সুন্দর পরিবেশ নস্যাতের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘যদি ট্রাকে না ওঠেন, তাহলে গুলি করা হবে—এসব ভয়ভীতি দেখাইছে। এটা কিসের আলামত? এটা কি নির্বাচন সুষ্ঠু হওয়ার আলামত?’
অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে কটিয়াদী উপজেলার মসূয়া উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভায় মঞ্চে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ট্রাক প্রতীকের আখতারুজ্জামান বলেন, ‘আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব। কেন বলছি? এগুলো হলো রাজনৈতিক বাস্তবতা।’
এ নিয়ে কথা হলে নৌকার প্রার্থী আকন্দ বলেন, ‘নেত্রী আমার জন্য ভোট চেয়েছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ আমার পক্ষে মাঠে কাজ করছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি ও পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। ভোটের মাঠে তাঁর মূল প্রতিপক্ষ হয়ে উঠেছেন ট্রাক ও ঈগল প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন ঈগল এবং বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটাররা বলছেন, দুই প্রার্থীই শক্ত অবস্থানে রয়েছেন। ভোটের মাঠে তাঁরা কাউকে ছাড় দিতে নারাজ। ট্রাকের ধাক্কা আর ঈগলের ঝাপটায় চ্যালেঞ্জের মুখে নৌকা।
রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূলে বিশাল কর্মী বাহিনী থাকা পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু নৌকার প্রার্থী আকন্দকে সমর্থন করে মাঠে কাজ করছেন। সোহরাবের পক্ষে মাঠে আছেন শ্রমিক লীগের কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা আতাউল্লা সিদ্দিক মাসুদ। তাঁরও অনেক কর্মী আছেন। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
নূর মোহাম্মদ ট্রাককে সমর্থন জানানোর পর থেকে পাল্টে গেছে ভোটের মাঠের হিসাবনিকাশ। তাঁর আস্থাভাজন আতাউল্লা রয়েছেন সোহরাবের পাশে। ভোটাররা বলছেন, আতাউল্লা সোহরাবের পাশে আর নূর মোহাম্মদ রয়েছেন আখতারুজ্জামানের সঙ্গে। সাবেক সংসদ সদস্য সোহরাব ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের পক্ষের লোকজনের মধ্যে বিরোধের কারণে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে। এর জেরে নির্বাচন ঘিরেও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
সোহরাব সম্প্রতি পাকুন্দিয়া সদরে নির্বাচনী মিছিল শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর কর্মী-সমর্থকদের মোবাইলে ফোন করে ভয় দেখানো হচ্ছে। নির্বাচনের সুন্দর পরিবেশ নস্যাতের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘যদি ট্রাকে না ওঠেন, তাহলে গুলি করা হবে—এসব ভয়ভীতি দেখাইছে। এটা কিসের আলামত? এটা কি নির্বাচন সুষ্ঠু হওয়ার আলামত?’
অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে কটিয়াদী উপজেলার মসূয়া উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভায় মঞ্চে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ট্রাক প্রতীকের আখতারুজ্জামান বলেন, ‘আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব। কেন বলছি? এগুলো হলো রাজনৈতিক বাস্তবতা।’
এ নিয়ে কথা হলে নৌকার প্রার্থী আকন্দ বলেন, ‘নেত্রী আমার জন্য ভোট চেয়েছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ আমার পক্ষে মাঠে কাজ করছে।’
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
৫ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২১ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে