Ajker Patrika

উত্তরায় নৌ-কর্মকর্তাকে অপহরণ মামলায় গ্রেপ্তার ৬ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় নৌ-কর্মকর্তাকে অপহরণ মামলায় গ্রেপ্তার ৬ 

সম্প্রতি নৌবাহিনীর এক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ছয় সদস্যকে মুক্তিপণের স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. সালমা আক্তার (৩৫) ও তার ছেলে ফাহিম হোসেন খান ওরফে শুভ (১৯), মামুন মোল্লা (২৬), কাজী আহাদ হোসেন (৩৪), মো. রুবেল (২৬), ইমরান হোসেন (২৪) ও মোছা. সালমা আক্তার (৩৫)।

আজ শনিবার বিকেলে ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, সালমা আক্তার ও তার ছেলে ফাহিম হোসেন মিলে গড়ে তোলেন এক অপহরণ চক্র। সামলা বাসা ভাড়া নিতেন। আর তার ছেলে শুভকে দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে আদায় করতেন মোটা অংকের মুক্তিপণ।

মামলার অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি দক্ষিণখান ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডের ড্রিমটাচ বিল্ডিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা রিয়াজ আহমেদকে (২৮) হাত-পা বেধে আটকে রেখে ভিসা কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকা ও তাঁর শ্বশুরের মোবাইল ফোনে কল দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার আদায় করে চক্রটি।

তরিকুর রহমান বলেন, অপহরণের ঘটনায় ওই নৌ-কর্মকর্তা গত শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে একটি মামলা করেন। ওই মামলার পর দক্ষিণখানের ফায়দাবাদ থেকে শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শুভকে ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে টিআইসি কলোনীর একটি বাসা থেকে শনিবার (২০ জানুয়ারি) ভোরে বাকিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে আসামী মামুনের সিএনজি পাম্প সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মুক্তিপণ হিসাবে আদায় করা স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

তরিকুর রহমান বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে মুক্তিপণের জন্য আদায় করা একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের রিং ও একজোড়া কানের দুল জব্দ করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত