জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ ৩ দফা দাবিতে আগামীকাল ছাত্র-শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার ৩ দফা আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তৌসিব মাহমুদ বলেন, সেকেন্ড ক্যাম্পাস সম্পর্কিত আমাদের যে দাবি সেটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরও দাবি। এই জন্য আমরা চেয়েছি শিক্ষার্থীদের পাশে শিক্ষকরাও দাঁড়াবেন এই দাবিতে। সেই উদ্দ্যেশ্যেই আগামীকালের (বৃহস্পতিবার) প্রোগ্রাম। আমাদের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক প্রোগ্রামে থাকার জন্য সম্মতি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষক-ছাত্র-প্রশাসনতো আলাদা না। আমাদেরই প্রশাসন। সবাই মিলে একে অপরকে সাহায্য করতে হবে। আশা করি কালকের প্রোগ্রামে আমি থাকতে পারবো।’
এর আগে গত সোমবার দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে তাঁতিবাজার মোড় অবরোধ ও মঙ্গলবার একই দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছিল বিশ্ববিদ্যালটির আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি হচ্ছে- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ ৩ দফা দাবিতে আগামীকাল ছাত্র-শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার ৩ দফা আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তৌসিব মাহমুদ বলেন, সেকেন্ড ক্যাম্পাস সম্পর্কিত আমাদের যে দাবি সেটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরও দাবি। এই জন্য আমরা চেয়েছি শিক্ষার্থীদের পাশে শিক্ষকরাও দাঁড়াবেন এই দাবিতে। সেই উদ্দ্যেশ্যেই আগামীকালের (বৃহস্পতিবার) প্রোগ্রাম। আমাদের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক প্রোগ্রামে থাকার জন্য সম্মতি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষক-ছাত্র-প্রশাসনতো আলাদা না। আমাদেরই প্রশাসন। সবাই মিলে একে অপরকে সাহায্য করতে হবে। আশা করি কালকের প্রোগ্রামে আমি থাকতে পারবো।’
এর আগে গত সোমবার দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে তাঁতিবাজার মোড় অবরোধ ও মঙ্গলবার একই দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছিল বিশ্ববিদ্যালটির আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি হচ্ছে- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে