প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ রোববার সকাল থেকে কর্মস্থলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের পাশাপাশি নৌরুটে অসংখ্য যানবাহন আটকে রয়েছে পদ্মা পার হওয়ার অপেক্ষায়। অন্যদিকে যাত্রীদের ভিড়ের কারণে ফেরিতে যানবাহন পার হতে পারছে না বলে একাধিক ট্রাক চালক জানান।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে রোরো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীদের পাশাপাশি ঘাটে কমপক্ষে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এ ছাড়া সকাল থেকে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ফেরি পারের অপেক্ষায় রয়েছে ঘাটে। এ কারণে যাত্রীদের পাশাপাশি ছোট যানবাহনগুলোকে ফেরিতে ওঠানো হচ্ছে। ধারণ ক্ষমতা অনুযায়ী সিরিয়ালে থাকা পণ্যবাহী ট্রাকও অল্প অল্প করে পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
ঢাকাগামী যাত্রী রবিউল বলেন, 'লকডাউনে এত দিন বাড়িতেই ছিলাম। জমানো টাকা শেষের পথে। তাই ঢাকা যাচ্ছি। গিয়ে কাজে যোগ দিতে হবে।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন চললেও যাত্রীদের কর্মস্থলে যাওয়া থেমে নেই। রোববার সকাল থেকে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ঢাকাগামী যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক। লকডাউনের প্রথম দিকে এবং ঈদে যারা বাড়িতে এসেছিলেন তারাই এখন ফিরছেন। এদিকে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ২ শতাধিক নিয়মিত যানবাহন রয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে ঘাটে। এরপরও ফেরিতে গাদাগাদি করে বৃষ্টিতে ভিজে পদ্মা পার হতে হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে যাত্রী ও যানবাহনের বেশ চাপ রয়েছে। সকাল থেকেই কর্মস্থলগামী এবং ঘরমুখো উভয় দিকের যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। এ ছাড়াও ঘাটে অসংখ্য ট্রাক ও ছোট যানবাহন রয়েছে।'
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ রোববার সকাল থেকে কর্মস্থলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের পাশাপাশি নৌরুটে অসংখ্য যানবাহন আটকে রয়েছে পদ্মা পার হওয়ার অপেক্ষায়। অন্যদিকে যাত্রীদের ভিড়ের কারণে ফেরিতে যানবাহন পার হতে পারছে না বলে একাধিক ট্রাক চালক জানান।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে রোরো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীদের পাশাপাশি ঘাটে কমপক্ষে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এ ছাড়া সকাল থেকে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ফেরি পারের অপেক্ষায় রয়েছে ঘাটে। এ কারণে যাত্রীদের পাশাপাশি ছোট যানবাহনগুলোকে ফেরিতে ওঠানো হচ্ছে। ধারণ ক্ষমতা অনুযায়ী সিরিয়ালে থাকা পণ্যবাহী ট্রাকও অল্প অল্প করে পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
ঢাকাগামী যাত্রী রবিউল বলেন, 'লকডাউনে এত দিন বাড়িতেই ছিলাম। জমানো টাকা শেষের পথে। তাই ঢাকা যাচ্ছি। গিয়ে কাজে যোগ দিতে হবে।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন চললেও যাত্রীদের কর্মস্থলে যাওয়া থেমে নেই। রোববার সকাল থেকে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ঢাকাগামী যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক। লকডাউনের প্রথম দিকে এবং ঈদে যারা বাড়িতে এসেছিলেন তারাই এখন ফিরছেন। এদিকে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ২ শতাধিক নিয়মিত যানবাহন রয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে ঘাটে। এরপরও ফেরিতে গাদাগাদি করে বৃষ্টিতে ভিজে পদ্মা পার হতে হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে যাত্রী ও যানবাহনের বেশ চাপ রয়েছে। সকাল থেকেই কর্মস্থলগামী এবং ঘরমুখো উভয় দিকের যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। এ ছাড়াও ঘাটে অসংখ্য ট্রাক ও ছোট যানবাহন রয়েছে।'
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে