প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ রোববার সকাল থেকে কর্মস্থলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের পাশাপাশি নৌরুটে অসংখ্য যানবাহন আটকে রয়েছে পদ্মা পার হওয়ার অপেক্ষায়। অন্যদিকে যাত্রীদের ভিড়ের কারণে ফেরিতে যানবাহন পার হতে পারছে না বলে একাধিক ট্রাক চালক জানান।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে রোরো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীদের পাশাপাশি ঘাটে কমপক্ষে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এ ছাড়া সকাল থেকে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ফেরি পারের অপেক্ষায় রয়েছে ঘাটে। এ কারণে যাত্রীদের পাশাপাশি ছোট যানবাহনগুলোকে ফেরিতে ওঠানো হচ্ছে। ধারণ ক্ষমতা অনুযায়ী সিরিয়ালে থাকা পণ্যবাহী ট্রাকও অল্প অল্প করে পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
ঢাকাগামী যাত্রী রবিউল বলেন, 'লকডাউনে এত দিন বাড়িতেই ছিলাম। জমানো টাকা শেষের পথে। তাই ঢাকা যাচ্ছি। গিয়ে কাজে যোগ দিতে হবে।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন চললেও যাত্রীদের কর্মস্থলে যাওয়া থেমে নেই। রোববার সকাল থেকে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ঢাকাগামী যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক। লকডাউনের প্রথম দিকে এবং ঈদে যারা বাড়িতে এসেছিলেন তারাই এখন ফিরছেন। এদিকে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ২ শতাধিক নিয়মিত যানবাহন রয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে ঘাটে। এরপরও ফেরিতে গাদাগাদি করে বৃষ্টিতে ভিজে পদ্মা পার হতে হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে যাত্রী ও যানবাহনের বেশ চাপ রয়েছে। সকাল থেকেই কর্মস্থলগামী এবং ঘরমুখো উভয় দিকের যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। এ ছাড়াও ঘাটে অসংখ্য ট্রাক ও ছোট যানবাহন রয়েছে।'
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ রোববার সকাল থেকে কর্মস্থলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের পাশাপাশি নৌরুটে অসংখ্য যানবাহন আটকে রয়েছে পদ্মা পার হওয়ার অপেক্ষায়। অন্যদিকে যাত্রীদের ভিড়ের কারণে ফেরিতে যানবাহন পার হতে পারছে না বলে একাধিক ট্রাক চালক জানান।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে রোরো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীদের পাশাপাশি ঘাটে কমপক্ষে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এ ছাড়া সকাল থেকে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ফেরি পারের অপেক্ষায় রয়েছে ঘাটে। এ কারণে যাত্রীদের পাশাপাশি ছোট যানবাহনগুলোকে ফেরিতে ওঠানো হচ্ছে। ধারণ ক্ষমতা অনুযায়ী সিরিয়ালে থাকা পণ্যবাহী ট্রাকও অল্প অল্প করে পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
ঢাকাগামী যাত্রী রবিউল বলেন, 'লকডাউনে এত দিন বাড়িতেই ছিলাম। জমানো টাকা শেষের পথে। তাই ঢাকা যাচ্ছি। গিয়ে কাজে যোগ দিতে হবে।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন চললেও যাত্রীদের কর্মস্থলে যাওয়া থেমে নেই। রোববার সকাল থেকে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ঢাকাগামী যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক। লকডাউনের প্রথম দিকে এবং ঈদে যারা বাড়িতে এসেছিলেন তারাই এখন ফিরছেন। এদিকে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ২ শতাধিক নিয়মিত যানবাহন রয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে ঘাটে। এরপরও ফেরিতে গাদাগাদি করে বৃষ্টিতে ভিজে পদ্মা পার হতে হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে যাত্রী ও যানবাহনের বেশ চাপ রয়েছে। সকাল থেকেই কর্মস্থলগামী এবং ঘরমুখো উভয় দিকের যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। এ ছাড়াও ঘাটে অসংখ্য ট্রাক ও ছোট যানবাহন রয়েছে।'
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৩ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৬ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে