প্রতিনিধি
নারায়ণগঞ্জ: ২৭ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ রেখে মোট ২৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। আজ সোমবার দুপুরে একটি ভার্চ্যুয়াল সভার মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়। এদিকে ভার্চ্যুয়াল বাজেট সভায় যোগ দেননি সভার সদস্যদের একাংশ। বাজেট সভা ভার্চ্যুয়াল হওয়ার কারণে তাঁরা এই সভা বর্জন করেছেন বলে জানা যায়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ভার্চ্যুয়াল জেলা পরিষদের বাজেট সভার আয়োজন করা হয়। সব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সময়ের আগেই অনলাইনের ‘জুম’ লিংক ও পাসওয়ার্ড প্রদান করা হয়েছিল। তবে পরিষদের সদস্যদের ডিজিটাল ডিভাইস ব্যবহারে অনভিজ্ঞ হওয়ায় জেলা পরিষদের সম্মেলনকক্ষে চলে আসেন। পরে তাঁরা আর ভার্চ্যুয়াল সভায় অংশ নেননি। তবে সভায় সংযুক্ত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও পরিষদের সদস্যবৃন্দ।
তবে ভার্চ্যুয়াল সভায় অংশ না নেওয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা মালা বলেন, `এটা আমাদের শেষ বাজেট। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাজেট সভায় যোগ দেন, সেখানে জেলা পরিষদের চেয়ারম্যানও যোগ দিতে পারতেন। গতকালও আমি এসেছিলাম। আমাদের দাবি ছিল সরাসরি বাজেট সভার। সেই দাবি উপেক্ষা করায় সংখ্যাগরিষ্ঠ (১১ জন) সদস্য সভা বর্জন করেছেন।' এ ছাড়া সভা বর্জন করলেও এবার বাজেটে সদস্যদের উন্নয়ন বাবদ বরাদ্দ ১ কোটি টাকা দাবি করেন তিনি।
এ সময় জেলা পরিষদের সম্মেলনকক্ষে সদস্য মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট নূরজাহান, মাহবুবুর রহমান রোমান, আলী নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, কোভিড-১৯–এ বিদ্যমান পরিস্থিতির কারণে অনলাইনে ভার্চ্যুয়াল সভার আয়োজন করা হয়। সরকারি বিভিন্ন দপ্তর এভাবেই বিভিন্ন জরুরি সভা সম্পন্ন করছে। সে অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়ায় জেলা পরিদের বাজেট সভা সম্পন্ন হয়েছে। বাজেটের সিদ্ধান্ত নিয়ে কারও কোনো দ্বিমত থাকলে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
এদিকে জেলা পরিষদ সূত্রে আরও জানা যায়, গত বছর ২৬ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়। ওই বাজেটে সদস্যপ্রতি ৪০ লাখ টাকা করে মোট ৮ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। এবার তাঁরা ১ কোটি টাকা বরাদ্দ দাবি করেছেন। একই সঙ্গে করোনাকালীন ত্রাণ বিতরণ ও নগদ অর্থ প্রদানের হিসাবও চেয়েছেন তাঁরা। তবে বাজেট সভায় অংশ না নেওয়ায় এসব বিষয় উত্থাপন করার কোনো সুযোগ পাননি তাঁরা। ফলে অনলাইন সভা না করে সরাসরি সভার মাধ্যমে অন্য আরেক দিন বাজেট ঘোষণা করার দাবি জানান তাঁরা।
এ প্রসঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, `২৭ কোটি টাকা উন্নয়ন বরাদ্দসহ ২৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অনলাইনে বাজেট সভা হবে তা পূর্বেই সবাইকে জানানো হয়েছিল। কারও আপত্তি থাকলে ভিন্ন পথে যাওয়া যেত। বাজেট সভা সম্পন্ন হয়েছে। বর্জনের ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আর অতিরিক্ত বরাদ্দের যে দাবি তাঁরা করেছেন, সেটি করতেই পারেন। তবে আমরা ১ কোটি নয়, গতবারের চেয়ে ১০ লাখ বাড়িয়ে ৫০ লাখ করে দেব। তা ছাড়া আমাদের অনেকের অনুরোধেই উন্নয়নকাজ করে দিতে হয়। সেটাও বিবেচনা করতে হবে।'
নারায়ণগঞ্জ: ২৭ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ রেখে মোট ২৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। আজ সোমবার দুপুরে একটি ভার্চ্যুয়াল সভার মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়। এদিকে ভার্চ্যুয়াল বাজেট সভায় যোগ দেননি সভার সদস্যদের একাংশ। বাজেট সভা ভার্চ্যুয়াল হওয়ার কারণে তাঁরা এই সভা বর্জন করেছেন বলে জানা যায়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ভার্চ্যুয়াল জেলা পরিষদের বাজেট সভার আয়োজন করা হয়। সব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সময়ের আগেই অনলাইনের ‘জুম’ লিংক ও পাসওয়ার্ড প্রদান করা হয়েছিল। তবে পরিষদের সদস্যদের ডিজিটাল ডিভাইস ব্যবহারে অনভিজ্ঞ হওয়ায় জেলা পরিষদের সম্মেলনকক্ষে চলে আসেন। পরে তাঁরা আর ভার্চ্যুয়াল সভায় অংশ নেননি। তবে সভায় সংযুক্ত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও পরিষদের সদস্যবৃন্দ।
তবে ভার্চ্যুয়াল সভায় অংশ না নেওয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা মালা বলেন, `এটা আমাদের শেষ বাজেট। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাজেট সভায় যোগ দেন, সেখানে জেলা পরিষদের চেয়ারম্যানও যোগ দিতে পারতেন। গতকালও আমি এসেছিলাম। আমাদের দাবি ছিল সরাসরি বাজেট সভার। সেই দাবি উপেক্ষা করায় সংখ্যাগরিষ্ঠ (১১ জন) সদস্য সভা বর্জন করেছেন।' এ ছাড়া সভা বর্জন করলেও এবার বাজেটে সদস্যদের উন্নয়ন বাবদ বরাদ্দ ১ কোটি টাকা দাবি করেন তিনি।
এ সময় জেলা পরিষদের সম্মেলনকক্ষে সদস্য মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট নূরজাহান, মাহবুবুর রহমান রোমান, আলী নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, কোভিড-১৯–এ বিদ্যমান পরিস্থিতির কারণে অনলাইনে ভার্চ্যুয়াল সভার আয়োজন করা হয়। সরকারি বিভিন্ন দপ্তর এভাবেই বিভিন্ন জরুরি সভা সম্পন্ন করছে। সে অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়ায় জেলা পরিদের বাজেট সভা সম্পন্ন হয়েছে। বাজেটের সিদ্ধান্ত নিয়ে কারও কোনো দ্বিমত থাকলে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
এদিকে জেলা পরিষদ সূত্রে আরও জানা যায়, গত বছর ২৬ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়। ওই বাজেটে সদস্যপ্রতি ৪০ লাখ টাকা করে মোট ৮ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। এবার তাঁরা ১ কোটি টাকা বরাদ্দ দাবি করেছেন। একই সঙ্গে করোনাকালীন ত্রাণ বিতরণ ও নগদ অর্থ প্রদানের হিসাবও চেয়েছেন তাঁরা। তবে বাজেট সভায় অংশ না নেওয়ায় এসব বিষয় উত্থাপন করার কোনো সুযোগ পাননি তাঁরা। ফলে অনলাইন সভা না করে সরাসরি সভার মাধ্যমে অন্য আরেক দিন বাজেট ঘোষণা করার দাবি জানান তাঁরা।
এ প্রসঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, `২৭ কোটি টাকা উন্নয়ন বরাদ্দসহ ২৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অনলাইনে বাজেট সভা হবে তা পূর্বেই সবাইকে জানানো হয়েছিল। কারও আপত্তি থাকলে ভিন্ন পথে যাওয়া যেত। বাজেট সভা সম্পন্ন হয়েছে। বর্জনের ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আর অতিরিক্ত বরাদ্দের যে দাবি তাঁরা করেছেন, সেটি করতেই পারেন। তবে আমরা ১ কোটি নয়, গতবারের চেয়ে ১০ লাখ বাড়িয়ে ৫০ লাখ করে দেব। তা ছাড়া আমাদের অনেকের অনুরোধেই উন্নয়নকাজ করে দিতে হয়। সেটাও বিবেচনা করতে হবে।'
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানগুলো থেকে রাতের আঁধারে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে ৩০ টির বেশি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এতে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন বলেও জানা গেছে
১৮ মিনিট আগেস্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় তাঁরা সড়কে অবস্থান করে। এ কারণে আশেপাশের সড়কগুলো যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
২১ মিনিট আগেপশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকার সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশে বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে