Ajker Patrika

অলিতে গলিতে চলবে র‍্যাবের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অলিতে গলিতে চলবে র‍্যাবের বিশেষ অভিযান

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে শহরের অলিতে গলিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। 

আজ শনিবার দুপুরে ধানমন্ডির শুক্রাবাদে র‍্যাবের অভিযান চলাকালে ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি মানছেন না, অকারণে অনেকেই দোকান বা চায়ের স্টলে জটলা করার চেষ্টা করছেন। পরিবারের কথা চিন্তা করে হলেও তাঁদের অকারণে ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানান তিনি। 

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে পাড়া মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ২১ দফা বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে নিয়োজিত আছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র‍্যাবও মাঠে কাজ করছে। 

দেশব্যাপী সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র‍্যাব জনসচেতনতা মূলক কাজ করছে উল্লেখ করে খন্দকার মঈন বলেন, জনসাধারণকে সতর্ক করতে আমরা মাইকিং ও লিফলেট বিতরণ করছি। যাঁরা মাস্ক পড়ছেন না, জিজ্ঞাসাবাদ করে তাঁদের মাস্ক বিতরণ করছি। অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু মানুষ মানছেন না। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে বিভিন্ন শাস্তির আওতায় এনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা তাঁদের অনুরোধ করছি। 

সিভিল প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। 

এখন পর্যন্ত চার শ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লক্ষাধিক টাকা জরিমানা আদাল করেছ র‍্যাব। স্বাস্থ্যবিধি না মানায় অনেক মানুষকেই শাস্তির আওতায় আনা হয়েছে। দেশব্যাপী চার শতাধিক অতিরিক্ত চেক পোস্ট বসিয়ে স্বাস্থ্য বিধি যাঁরা মানছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন খন্দকার মঈন। 

ব্রিফিংয়ে কমান্ডার খন্দকার আল মঈন জানান, লকডাউনের প্রথমদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশব্যাপী ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দিনে ২২০ জনকে শাস্তি দিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত