সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে ব্যাটারি চালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। বিকেলে সাভারের কলমার আউকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মীম গোলাপগঞ্জ জেলার পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে রিকশাচালক বাবার সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো। সে মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে আসছিল।
রিকশাচালক ইব্রাহিম বলেন, ‘আমি চারাবাগ থেকে তাকে কলমা এলাকায় নিয়ে যাচ্ছিলাম। আউকপাড়া এলে তার ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যায়। এ সময় সে পড়ে গিয়ে অচেতন হলে আমি সাভার ল্যাব জোন ক্লিনিকে নেই। তারা এনাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নিয়ে যাই। পরে কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।’
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’
সাভারে ব্যাটারি চালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। বিকেলে সাভারের কলমার আউকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মীম গোলাপগঞ্জ জেলার পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে রিকশাচালক বাবার সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো। সে মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে আসছিল।
রিকশাচালক ইব্রাহিম বলেন, ‘আমি চারাবাগ থেকে তাকে কলমা এলাকায় নিয়ে যাচ্ছিলাম। আউকপাড়া এলে তার ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যায়। এ সময় সে পড়ে গিয়ে অচেতন হলে আমি সাভার ল্যাব জোন ক্লিনিকে নেই। তারা এনাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নিয়ে যাই। পরে কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।’
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’
নোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশে বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারী জাইমা খাতুনকে (৩৫) হত্যার ঘটনায় তাঁর ভাই আসানুল খাঁ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগেকক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা তিন রাস্তার মোড় গ্রামে এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনার গভীর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের যাত্রাবাড়ী থেকে দাউদকান্দি পর্যন্ত এ যানযট রয়েছে।
২৭ মিনিট আগে