Ajker Patrika

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

সাভারে ব্যাটারি চালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। বিকেলে সাভারের কলমার আউকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মীম গোলাপগঞ্জ জেলার পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে রিকশাচালক বাবার সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো। সে মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে আসছিল। 

রিকশাচালক ইব্রাহিম বলেন, ‘আমি চারাবাগ থেকে তাকে কলমা এলাকায় নিয়ে যাচ্ছিলাম। আউকপাড়া এলে তার ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যায়। এ সময় সে পড়ে গিয়ে অচেতন হলে আমি সাভার ল্যাব জোন ক্লিনিকে নেই। তারা এনাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নিয়ে যাই। পরে কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।’

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত