নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর’ হুমকি দিয়ে বক্তব্যের জেরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হয়েছে। এভাবে মামলা করাকে সংবিধানের ৩৫ অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে সারা দেশে করা মামলার বিচার একসঙ্গে করার নির্দেশ দিয়েছেন আদালত। চাঁদের মেয়ে শিরিন আক্তারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
শুনানির সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বলেন, ‘চাঁদ তাঁর বক্তব্যে বলেছেন, “আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশা আল্লাহ।” তাঁর ওই বক্তব্যের কারণে এতগুলো মামলা হচ্ছে। তাঁরা চাইলে ৫৬১ এ–তে মামলা কোয়াশমেন্টের জন্য আবেদন করতে পারেন। অথচ তাঁরা প্রসিডিংস চ্যালেঞ্জ করেছেন।’
আদালত বলেন, ‘অফেনস্ তো একটা। অনেক জায়গায় মামলা হয়েছে। অনেক জায়গায় মামলা হলে তো হয়রানি হয়।’ তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মানুষ মামলা করলে কী করার আছে?’ আদালত বলেন, ‘আমাদের সামনে ১৫ ও ২১ আগস্ট আছে। মানুষ আবেগে মামলা করেছে। একটা অফেন্সের জন্য প্রত্যেক জায়গায় মামলা করছেন, রিমান্ডে নিচ্ছেন। এই যে রাস্তা দেখাচ্ছেন এটা আপনাদের জন্যই কাল হতে পারে। এক জায়গায় নিয়ে এসে বিচার করেন।’
আদালতের আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সমর্থনে গত ১৯ মে রাজশাহীর জেলা বিএনপির জনসমাবেশে আহ্বায়ক আবু সাঈদ চাঁদ একটি বক্তব্য রাখেন। যাকে রাজনৈতিক ভাষায় বলা হয় মেঠো বক্তব্য। সেই বক্তব্যের কারণে ১৭টি জেলায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ পর্যন্ত ১৫ দিন তাঁকে বিভিন্ন জায়গায় রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা রিট করেছিলাম। আদালত শুনানি শেষে রুল ও নির্দেশনা দিয়েছেন। এখন যেসব জেলায় মামলা করা হয়েছে সবগুলো একসঙ্গে বিচার করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যেখানে ঘটনার সূত্রপাত সেখানে যাতে বিচার করা হয়।’
কায়সার কামাল আরও বলেন, ‘যেহেতু তাঁকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে, তার প্রাণ রক্ষার জন্য আমরা এটা স্থগিত করার জন্য আবেদন জানিয়েছিলাম। তাঁকে যাতে আর রিমান্ডে নেওয়া না হয়, আদালত সে মর্মে নির্দেশ দিয়েছেন।’
তবে রিমান্ড নিয়ে আদালত কোনো আদেশ দেননি বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা ও সেসব মামলায় বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট করা হয়। চাঁদের মেয়ে শিরিন আক্তার গত ১০ জুন রিটটি করেন।
‘প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর’ হুমকি দিয়ে বক্তব্যের জেরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হয়েছে। এভাবে মামলা করাকে সংবিধানের ৩৫ অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে সারা দেশে করা মামলার বিচার একসঙ্গে করার নির্দেশ দিয়েছেন আদালত। চাঁদের মেয়ে শিরিন আক্তারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
শুনানির সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বলেন, ‘চাঁদ তাঁর বক্তব্যে বলেছেন, “আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশা আল্লাহ।” তাঁর ওই বক্তব্যের কারণে এতগুলো মামলা হচ্ছে। তাঁরা চাইলে ৫৬১ এ–তে মামলা কোয়াশমেন্টের জন্য আবেদন করতে পারেন। অথচ তাঁরা প্রসিডিংস চ্যালেঞ্জ করেছেন।’
আদালত বলেন, ‘অফেনস্ তো একটা। অনেক জায়গায় মামলা হয়েছে। অনেক জায়গায় মামলা হলে তো হয়রানি হয়।’ তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মানুষ মামলা করলে কী করার আছে?’ আদালত বলেন, ‘আমাদের সামনে ১৫ ও ২১ আগস্ট আছে। মানুষ আবেগে মামলা করেছে। একটা অফেন্সের জন্য প্রত্যেক জায়গায় মামলা করছেন, রিমান্ডে নিচ্ছেন। এই যে রাস্তা দেখাচ্ছেন এটা আপনাদের জন্যই কাল হতে পারে। এক জায়গায় নিয়ে এসে বিচার করেন।’
আদালতের আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সমর্থনে গত ১৯ মে রাজশাহীর জেলা বিএনপির জনসমাবেশে আহ্বায়ক আবু সাঈদ চাঁদ একটি বক্তব্য রাখেন। যাকে রাজনৈতিক ভাষায় বলা হয় মেঠো বক্তব্য। সেই বক্তব্যের কারণে ১৭টি জেলায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ পর্যন্ত ১৫ দিন তাঁকে বিভিন্ন জায়গায় রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা রিট করেছিলাম। আদালত শুনানি শেষে রুল ও নির্দেশনা দিয়েছেন। এখন যেসব জেলায় মামলা করা হয়েছে সবগুলো একসঙ্গে বিচার করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যেখানে ঘটনার সূত্রপাত সেখানে যাতে বিচার করা হয়।’
কায়সার কামাল আরও বলেন, ‘যেহেতু তাঁকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে, তার প্রাণ রক্ষার জন্য আমরা এটা স্থগিত করার জন্য আবেদন জানিয়েছিলাম। তাঁকে যাতে আর রিমান্ডে নেওয়া না হয়, আদালত সে মর্মে নির্দেশ দিয়েছেন।’
তবে রিমান্ড নিয়ে আদালত কোনো আদেশ দেননি বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা ও সেসব মামলায় বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট করা হয়। চাঁদের মেয়ে শিরিন আক্তার গত ১০ জুন রিটটি করেন।
জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
৩ মিনিট আগেবৃষ্টিতে ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ত্রিশাল-ধানীখোলা সড়কে। ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী হাজারো মানুষ। এ অবস্থায় ছোট কিছু গাড়ি ও মানুষজন রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে দেউলমোড়া গ্রাম থেকে পরিত্যক্ত শৌচাগার (টয়লেট) থেকে ছোঁয়া মনি (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে