কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ার বিদ্যালয়ের নতুন ভবনের দেয়ালে ‘দাগ’ দেওয়ার অভিযোগে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
আজ রোববার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ফাইজ উদ্দিন ফকির।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রোববার বেলা ২টা ৪০ মিনিটে তাদের ইসলাম শিক্ষা ক্লাস ছিল। ক, খ ও গ বালক বিভাগের সব শিক্ষার্থীরা একসঙ্গে এ ক্লাস করে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট সময়ের আগেই সব শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়। এর মাঝে হঠাৎ ক্লাসে ঢোকেন প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির। নতুন ভবনের দেয়ালে কে দাগ দিয়েছে বা লিখেছে তা জানতে চেয়ে হাত তুলতে বলেন। কিন্তু শিক্ষার্থীদের কেউ করেনি বা জানেনা বলে প্রধান শিক্ষককে জানায়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক এক করে সবাইকে বেত দিয়ে পেটাতে থাকেন।
এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকিরের মোবাইলে কল দেওয়া হলে তিনি জানান, তিনি একজন অসুস্থ রোগী দেখতে গিয়েছেন। এখন তিনি কথা বলতে পারবেন না। পরে কথা বলবেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম বলেন, ‘আমি সারা দিন অফিসে ছিলাম না। অফিসের কাজে বাইরে ছিলাম। এই বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
গাজীপুরের কাপাসিয়ার বিদ্যালয়ের নতুন ভবনের দেয়ালে ‘দাগ’ দেওয়ার অভিযোগে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
আজ রোববার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ফাইজ উদ্দিন ফকির।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রোববার বেলা ২টা ৪০ মিনিটে তাদের ইসলাম শিক্ষা ক্লাস ছিল। ক, খ ও গ বালক বিভাগের সব শিক্ষার্থীরা একসঙ্গে এ ক্লাস করে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট সময়ের আগেই সব শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়। এর মাঝে হঠাৎ ক্লাসে ঢোকেন প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির। নতুন ভবনের দেয়ালে কে দাগ দিয়েছে বা লিখেছে তা জানতে চেয়ে হাত তুলতে বলেন। কিন্তু শিক্ষার্থীদের কেউ করেনি বা জানেনা বলে প্রধান শিক্ষককে জানায়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক এক করে সবাইকে বেত দিয়ে পেটাতে থাকেন।
এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকিরের মোবাইলে কল দেওয়া হলে তিনি জানান, তিনি একজন অসুস্থ রোগী দেখতে গিয়েছেন। এখন তিনি কথা বলতে পারবেন না। পরে কথা বলবেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম বলেন, ‘আমি সারা দিন অফিসে ছিলাম না। অফিসের কাজে বাইরে ছিলাম। এই বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
খুলনায় মেস বাসা থেকে তিসা (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা এলাকার একটি ৫ তলা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেআজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪ তম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
৩৭ মিনিট আগেএক সময়ে পথে পথে ছুটে চলা ‘লেইস ফিতা ফেরিওয়ালারা’ আজ হারিয়ে যেতে বসেছে। শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নারীদের শখের সাজসজ্জার জিনিস বিক্রি করতে এখন আর দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে।
১ ঘণ্টা আগেচাঁদপুর শহরের একমাত্র বাইপাস সড়ক হচ্ছে ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক’। শহরের যানজট নিরসনে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যবহার হলেও দীর্ঘ দিন সংস্কার না করায় এখন মরণ ফাঁদে ফরিণত হয়েছে। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে