Ajker Patrika

উত্তরখানে শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভগ্নিপতি কারাগারে

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানে যুবতী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজ রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

মো. জিয়াউর রহমান জানান, উত্তরখানের মাউসাইদ এলাকার হারুনের ভাড়া বাড়িতে শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে মাউসাইদ থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

ওসি জিয়া বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি আমিনুলকে আজ (রোববার) আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেপ্তার আমিনুল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া গ্রামের নবীর হোসেনের ছেলে। তিনি মাউসাইদ এলাকায় থাকতেন।

অপর দিকে ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গার্মেন্টসে চাকরি করি। ডিউটি না থাকায় বাসায় একাই ছিলাম। সেই সুযোগে একা পেয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করে। দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় জোর করে ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমি চিৎকার করলে পালিয়ে যায় সে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত