Ajker Patrika

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কৃষি পণ্যের মেলা 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কৃষি পণ্যের মেলা 

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গতকাল সোমবার শেষ হয়েছে কৃষি পণ্যের মেলা ‘এগ্রো বিজ এক্সপো ২০২৪’। মেলায় বিভিন্ন কৃষি পণ্য এবং এর উদ্ভাবনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো হয়। এতে কৃষি খাতের উদ্যোক্তা, সরবরাহকারী, দোকানদার, পণ্য, পরিষেবা ও উদ্ভাবনের বিষয় তুলে ধরা হয়।

এবারের মেলায় মোট ২২টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করে। এ ধরনের মেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশের কৃষি এবং কৃষকদের নিয়ে ইতিবাচক আগ্রহ তৈরি করে বলে আয়োজকেরা মনে করেন।

এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, ক্লাবের মডারেটর ইসতিয়াক বারী ও মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলা পরিদর্শন ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর শিক্ষার্থীদের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত