কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে সাত মাসের অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বাড়ির মালিকের নাম শাহাদৎ হোসেন (২৬)। তিনি কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাঁর স্বামীসহ উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারী রাজি না হওয়ায় গত সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।
এরপর রাতে স্বামী বাসায় এলে তিনি ধর্ষণের ঘটনাটি জানান। ওই রাতেই তাঁর স্বামী বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য গালিগালাজ করেন শাহাদৎ হোসেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের মামলা করার পরামর্শ দিলে তাঁরা কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করে। অপর দিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে ওই বাড়িওয়ালা আমাকে কয়েকবার মারতে আসেন। পরে নানা ভয়ভীতি দেখিয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেন।’
এ বিষয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে সাত মাসের অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বাড়ির মালিকের নাম শাহাদৎ হোসেন (২৬)। তিনি কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাঁর স্বামীসহ উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারী রাজি না হওয়ায় গত সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।
এরপর রাতে স্বামী বাসায় এলে তিনি ধর্ষণের ঘটনাটি জানান। ওই রাতেই তাঁর স্বামী বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য গালিগালাজ করেন শাহাদৎ হোসেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের মামলা করার পরামর্শ দিলে তাঁরা কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করে। অপর দিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে ওই বাড়িওয়ালা আমাকে কয়েকবার মারতে আসেন। পরে নানা ভয়ভীতি দেখিয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেন।’
এ বিষয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১২ মিনিট আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
২৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে