Ajker Patrika

হেনোলাক্সের নুরুল আমিন ও ফাতেমা ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেনোলাক্সের নুরুল আমিন ও ফাতেমা ২ দিনের রিমান্ডে

জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে গাজী আনিসের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন এবং তাঁর স্ত্রী ও কোম্পানির পরিচালক ফাতেমা আমিনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সৈয়দ মুস্তাফা রেজা নূর রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। 

দুপুরের পর নুরুল আমিন ও ফাতেমা আমিনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই গোলাম হোসেন খান। তিনি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল করে তাদের জামিন চান আসামিদের আইনজীবী। রাষ্ট্রপক্ষে শাহবাগ থানার প্রসিকিউশন বিভাগের এসআই নিজাম উদ্দিন ফকির জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরা থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে র‍্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরের খোলা স্থানে গাজী আনিস নিজের গায়ে আগুন দেন। তখন কয়েকজন সংবাদকর্মী আগুন নিভিয়ে তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। পরে মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর মঙ্গলবার দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় নুরুল আমিন ও তাঁর স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, হেনোলাক্স কোম্পানির কাছে গাজী আনিস সোয়া কোটি টাকা পান বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। প্রলোভন দেখিয়ে গাজী আনিসকে হেনোলাক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিন ওই টাকা বিনিয়োগ করতে বাধ্য করেছিলেন। কিন্তু লভ্যাংশ প্রদান করেননি এবং বিনিয়োগ করা টাকাও ফেরত দেননি। দুই আসামি গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত