Ajker Patrika

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে ১৪ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উত্তরখানের কাঁচকুড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানায়, গত এক বছর ধরে অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায়ও ধর্ষণ করেন। পরবর্তীতে এলাকাবাসী জানতে পেরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
 
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘নিজের মেয়েকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।’

তিনি বলেন, ‘গত এক বছর যাবৎ প্রতি মাসে তিন-চার বার তার মেয়ের সঙ্গে এই ন্যক্কারজনক কাজটি করত আসলাম।’

ওসি মজিদ বলেন,  ‘ভুক্তভোগী কিশোরীটি ছিল তাঁর দ্বিতীয় সংসারের মেয়ে। প্রথম সংসারেও তার একটি মেয়ে ছিল। ১৫ বছর ওই মেয়েটিকেও আসলাম ধর্ষণ করত। বিষয়টি তাঁর প্রথম বউ জেনে ফেলায় তিনি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। ফের দ্বিতীয় সংসারের মেয়ের সঙ্গেই ফের একই ধরনের ন্যক্কারজনক কাজ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত