নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।
পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।
পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১২ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৩ মিনিট আগে